বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - পদার্থবিজ্ঞান - পদার্থের অবস্থা ও চাপ (State of matter and pressure) | NCTB BOOK
2.2k
Summary

এই প্যারাটিতে বস্তু ভাসমানতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।

  • ভাসমানতার কারণ: একটি বস্তু পানিতে ডোবে বা ভাসে তার ওজন ও অপসারিত পানির ওজনের ভিত্তিতে।
  • ভেসে থাকার শর্ত: বস্তুটির ওজন অপসারিত পানির ওজনের চাইতে কম হলে এটি ভাসবে।
  • ডুবে যাওয়ার শর্ত: বস্তুটির ওজন অপসারিত পানির ওজনের বেশি হলে এটি ডুবে যাবে।
  • স্থিতিশীল অবস্থাঃ বস্তুটির ওজন যদি অপসারিত পানির ওজনের সমান হয়, তাহলে সেটি পানিতে স্থির থাকবে।

এটি সাবমেরিনের কার্যকারিতার একটি উদাহরণ।

এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন একটা বস্তু ভেসে থাকে আবার অন্য একটা বস্তু ছবে যায়। তোমরা জানো একটা বস্তু পানিতে ডোবানো হলে প্লবতার কারণে সেটা যতটুকু পানি সরিয়েছে উপরের দিকে সেই পানির ওজনের সমপরিমাণ বল অনুভব করে। সেই বলটি বস্তুটার ওজনের বেশি হলে বস্তুটা ভেসে থাকবে। ঠিক যে পরিমাণ ডুবে থাকলে বস্তুর সমান ওজনের পানি অপসারণ করবে ততটুকুই ডুববে, বাকি অংশটুকু পানিতে ডুবে যাবে না। 

যদি বস্তুটার ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হয় তাহলে সেটি পানিতে ডুবে যাবে। তবে পানিতে ডুবে থাকা অবস্থায় তার ওজন কিন্তু সত্যিকার ওজন থেকে কম মনে হবে। 

যদি কোনোভাবে বস্তুটার ওজন অপসারিত পানির ওজনের ঠিক সমান করে ফেলা যায় তাহলে বস্তুটাকে পানির ভেতরে যেখানেই রাখা হবে সেটা সেখানেই থাকবে, উপরেও ভেসে উঠবে না, নিচেও ডুবে যাবে না। দৈনন্দিন জীবনে সে রকম কিছু চোখে না পড়লেও পানির নিচে দিয়ে চলাচল করার জন্য সাবমেরিনে এটি করা হয়। 

 

Content added By
Content updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...