বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসনংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - ব্যবসায় উদ্যোগ - আত্মকর্মসংস্থান | NCTB BOOK

আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় নিজ মালিকানা ও ব্যবস্থাপনায় চালিত যে কোনো ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থেকে যেমন সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখা যায়। চাহিদা আছে এমন পণ্য উৎপাদন ও বিক্রয় করে বা সেবাদান করে অর্থ উপার্জন করা যেতে পারে। 

সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের যে সকল সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করে কীভাবে সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়। এ সব বিষয় বিশ্লেষণ করে আমরা আত্মকর্মসংস্থানের বেশ কিছু উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র চিহ্নিত করতে পারি। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র-

 

  • হস্তচালিত তাঁত
  • মাদুর বা ম্যাট তৈরি
  • মৃৎশিল্প
  • বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ
  • লবণ উৎপাদন
  • টেইলারিং
  • পোশাক প্রস্তুতকরণ মাছের জাল তৈরি
  • কাঠের আসবাবপত্র তৈরি স্টিলের আসবাবপত্র তৈরি
  • মাটির বাসন প্রস্তুতকরণ
  • কামারের কাজ
  • সেরিকালচার নৌকা তৈরি
  • মাছ শুকানো
  • গোল আলুর ময়দা তৈরি
  • পাটের ম্যাট তৈরি
  • আলুর চিপস তৈরি কলার চিপস তৈরি
  • গৃহস্থালির দ্রব্যাদি তৈরি
  • বাইসাইকেল মেরামত
  • খেলনা তৈরি
  • রাবারের দ্রব্য ও বল তৈরি
  • রাবার চাষ
  • মাখন তৈরি
  • বলপেন ও কলম তৈরি
  • ধানের খড় প্রক্রিয়াজাতকরণ
  • বাইসাইকেল নির্মাণ সবজি চাষ
  • ছাতা মেরামত
  • গবাদি পশু ও হাঁসমুরগির খামার
  • বেতের সামগ্রী তৈরি
  • কাঁচের তৈজসপত্র তৈরি
  • পিতল ও কাঁসার দ্রব্যাদি প্রস্তুত
  • পাটের শৌখিন দ্রব্যাদি তৈরি গেঞ্জি তৈরি
  • চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ঝিনুক দ্রব্যাদি প্রস্তুত
  • বেকারি
  • আটা ময়দা প্রস্তুত
  • ভোজ্য তেল উৎপাদন
  • খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন
  • নিটিং দ্রব্য প্রস্তুত
  • এমব্রয়ডারি
  • সুতা কাটা
  • কাঠের খেলার সরঞ্জাম তৈরি
  • প্রিন্টিং এন্ড পাবলিশিং
  • প্লাস্টিক দ্রব্যাদি প্রস্তুত মোমের দ্রব্যাদি তৈরি
  • জুয়েলারি
  • স্ন্যাকস্
  • পিঠা তৈরি কর্নফ্লেকস তৈরি
  • কাঠের ও বাঁশের টুথ পিক তৈরি
  • আইসক্রিম চামচ তৈরি
  • প্যাড থ্রেসার
  • কৃষি সরঞ্জাম প্রস্তুত ফটো ফ্রেম তৈরি
  • ফটোস্ট্যাট ব্যবসায়
Content added By

আরও দেখুন...

Promotion