বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপ:
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার দীর্ঘ ইতিহাস রয়েছে । মুঘল আমল থেকে শুরু হয়ে ব্রিটিশ শাসন পর্যন্ত নানা আইনি সংস্কারের মধ্য দিয়ে এদেশে স্থানীয় সরকারের শাসন-কাঠামো রূপ লাভ করে । পাকিস্তানি শাসন আমলে এর প্রকৃতি অপরিবর্তিত থাকে । ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর নতুন রাষ্ট্রে ১৯৭২-এর সংবিধানে স্থানীয় সরকার ব্যবস্থার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয় ।
বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ করা যায় । যথা— ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ ।
এছাড়া শহরগুলোতে পৌরসভা, বড় শহরে সিটি কর্পোরেশন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলায় তিনটি (খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি) স্থানীয় জেলা পরিষদ রয়েছে। উল্লিখিত তিন স্তরের মধ্যে ইউনিয়ন পরিষদকেই নিচের দিকে সবচেয়ে কার্যকর ইউনিট বলে মনে করা হয়ে থাকে ।
গ্রাম বা এর নিকটবর্তী হচ্ছে ইউনিয়ন ও উপজেলা পরিষদ। শহর এলাকায় রয়েছে পৌরসভা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন । এছাড়া পার্বত্য এলাকার জন্য বিশেষ স্থানীয় সরকারের ব্যবস্থা রয়েছে ।
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:
গ্রামভিত্তিক স্থানীয় সরকার |
শহরভিত্তিক স্থানীয় সরকার | পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ |
উপজেলা পরিষদ (৪৯২) |
জেলা পরিষদ (৬১) |
বান্দরবান পার্বত্য জেলা |
ইউনিয়ন পরিষদ (৪৫৫৪) | সিটি কর্পোরেশন (১২) | রাঙামাটি পার্বত্য জেলা পরিষদলা পরিষদ |
পৌরসভা (৩৩০) |
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ |
আরও দেখুন...