ইলেকট্রোড প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো তাদের ইলেকট্রোড প্যাকেট কতগুলো কোড মার্ক ব্যবহার করে সেগুলো হতে ইলেকট্রোডের গুণাগুণসহ তার ব্যবহার কৌশল, প্রয়োগ ক্ষেত্র অর্থাৎ কোন অবস্থানে ব্যবহার করা যাবে ইত্যাদি তথ্য জানা যায়। আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি (AWS) পদ্ধতি অনুসারে ইলেকট্রোড শনাক্তকরণ প্রক্রিয়া বুঝান হলো।
১ম এবং ২য় অংকঃ প্রথম এবং দ্বিতীয় অংক ইলেকট্রোড দিয়ে ওয়েল্ড করা ধাতুর টানা শক্তি হাজারে প্রকাশ করে যেমন ১ম এবং ২য় অংক যদি ৬০ হয় তবে এর অর্থ হয় ঐ ইলেকট্রোড দিয়ে ওয়েন্ডিং করলে ওয়েল্ড মেটালের শক্তি হবে ৬০,০০০ পাউন্ড/বর্গইঞ্চি। (যদি ৪র্থ অংকের পর আর একটি অংক কোড মার্কে থাকে তাহলে ০২টি অংকের স্থলে তিনটি অংক হবে এবং ওয়েন্ড মেটালের শক্তি পূর্বের মতই হাজারে প্রকাশ করতে হবে)।
শেষ অংকের পূর্বের অংকটিঃ এ অংকটি ওয়েন্ডিং এর পজিশন নির্দেশ করে, এটি ১, ২, এবং ৩ দ্বারা প্রকাশ করা হয়। ১ থাকলে বুঝা যাবে ইলেকট্রোডটি দিয়ে সকল পজিশনে ওয়েল্ডিং করা যাবে। ২ থাকলে বুঝা যাবে এ ইলেকট্রোড দিয়ে ফ্ল্যাট এবং হরিজেন্টাল অবস্থানে ওয়েল্ডিং করা যাবে। ৩ থাকলে বুঝা যাবে এ ইলেকট্রোড দিয়ে শুধু ফ্ল্যাট পজিশনে ওয়েন্ডিং করা যাবে।
শেষ অংকটিঃ শেষ অংকটি ০, ১, ২, ৩, ৪ ইত্যাদি হতে পারে। এ অংকগুলোর প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে, এ শেষ অংকটি হতে জানা যায় ইলেকট্রোড এর উপরের আবরণের প্রকৃতি কেমন, কোন ধরনের কারেন্ট ব্যবহার করতে হবে, পেনিট্রেশন কেমন হবে ইত্যাদি তথ্য জানা যাবে।
সর্বশেষ অংক | আবরণ | ওয়েল্ড কারেন্ট এবং পোলারিটি | শুয়েন্ডের বৈশিষ্ট্য |
---|---|---|---|
০ | সেলুলোজ সোডিয়াম | ডিসি, রিভার্স পোলারিটি | ডিপ পেনিট্রেশন, কনভেক্স বিড, ফাস্ট ফিল |
১ | সেলুলোজ সোডিয়াম | এসি/ডিসি রিভার্স পোলারিটি | ডিপ পেনিট্রেশন, কনভেক্স বিড, ফাস্ট ফিল |
২ | টাইটেনিয়া সোডিয়াম | এসি/ডিসি স্ট্রেইট পোলারিটি | মিডিয়াম পেনিট্রেশন, কনভেক্স বিড |
৩ | টাইটেনিয়া পটাশিয়াম | এসি/ডিসি রিভার্স পোলারিটি ডিসি স্ট্রেইট পোলারিটি | কম পেনিট্রেশন, কনভেক্স বিড |
৪ | টাইটেনিয়া আয়রন পাউডার | এসি/ডিসি রিভার্স পোলারিটি ডিসি স্ট্রেইট পোলারিটি | কম পেনিট্রেশন ফাস্ট ডিপোজিট |
৫ | লো-হাইড্রোজেন সোডিয়াম | ডিসি, রিভার্স পোলারিটি | মিডিয়াম পেনিট্রেশন, কনভেক্স বিড, হাই সালফার কনটেন্ট |
৬ | লো-হাইড্রোজেন পটাশিয়াম | এসি/ডিসি রিভার্স পোলারিটি | মিডিয়াম পেনিট্রেশন, কনভেক্স বিড, হাই সালফার কনটেন্ট |
৭ | আয়রন পাউডার আয়রন অক্সাইড | এসি/ডিসি রিভার্স পোলারিটি পোলারিটি | মিডিয়াম পেনিট্রেশন, ফ্লাট বিড |
৮ | আয়রন পাউডার লো- হাইড্রোজেন | এসি/ডিসি রিভার্স পোলারিটি | কম পেনিট্রেশন, কনভেক্সবিড |
E 6012 ইলেকট্রোডের ক্ষেত্রে প্রথম অক্ষর E দিয়ে বুঝায় এটি এমন ইলেকট্রোড যা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর জন্য ব্যবহৃত হয়। প্রথম ২টি অংক অর্থাৎ ৬০ দিয়ে বুঝা যায় ওয়েল্ড মেটালের সর্বনিম্ন টানশক্তি হবে ৬০,০০০ পাউন্ড/বর্গইঞ্চি। শেষের পূর্বে অংকটি অর্থাৎ ১ দিয়ে বুঝা যায় ইলেকট্রোড সকল অবস্থানে ওয়েল্ডিং করার জন্য উপযুক্ত। শেষ অংকটি ২ দিয়ে বুঝা যায় ইলেকট্রোডটির উপরের আবরণে টাইটেনিয়া সোডিয়াম আছে। এটি দিয়ে ওয়েল্ড করার সময় এসি বা ডিসি ব্যবহার করা যাবে, তবে ডিসি ব্যবহার করলে স্ট্রেইট পোলারিটিতে কাজ করতে হবে। এই ইলেকট্রোড ওয়েল্ড হবে মিডিয়াম পেনিটেশন ও কনভেক্স বিড।
আরও দেখুন...