অটোক্যাডের বর্তমান ভিউপোর্টকে ম্যাগনিফিকেশন করার জন্য ভিজ্যুয়াল রেফারেন্স নিয়ে কাজ করা হয়। এর মধ্যে জুম, প্যান ও অরবিট কমান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নে জুম কমান্ড নিয়ে আলোচনা করা হলো- জুমঃ অংকিত ড্রয়িং বড় বা ছোট করে প্রদর্শন করার জন্য জুম ফাংশন ব্যবহার করা হয়। বিস্তারিত তথ্য ভালভাবে দেখার জন্য ঘুম ফাংশনগুলি একটি স্ক্রীন সেগমেন্টকে বড় করতে ব্যবহার করা হয়। জুম করার সময় লাইনের প্রস্থ এবং লাইনের ধরন স্কেল করা হয়। জুম ফাংশনগুলি মেনুর মাধ্যমে, কীবোর্ড ব্যবহার করে বা মাউসের চাকা দিয়ে কার্যকর করা হয় ।
প্যান: প্যান এর সাহায্য অংকিত বস্তুর ভিউর ডিরেকশন এবং ম্যাগনিফিকেশন একই রেখে অংকনের দৃশ্যের ভিউ পরিবর্তন করা যায়।
প্যান কমান্ড
কমান্ড লাইনে Pan লিখে
ক্লিক বুটআপ কম্পিউটার স্ক্রিন
কার্সারকে যে কোনো দিকে মুভ করলে ক্ষয়িং মুভ হবে।
অথবা
কম্পিউটারে মাউস রাইট ক্লিক
সিলেক্ট Pan
কার্সারকে যে কোনো দিকে মুক্ত করলে ড্রয়িং মুভ হবে।
অথবা মাউসের হইল চেপে ধরলে প্যান টুলসটি কম্পিউটার স্ক্রীন আসবে এবং কাসীরকে যে কোনো দিকে সুপ্ত করলে ড্রয়িং মুক্ত হবে।
অরবিট: ডিফল্ট অরবিট হিসাবে Constrained Orbit দেখাবে এবং মাউসের বাটন চাপ দিয়ে ধরে রেখে ডিসপ্লে স্ক্রিনে মাউসকে ঘুরালে ড্রয়িং এর বিভিন্ন ভিউ দেখা যায়। এছাড়া ডিসপ্লে স্ক্রিনে মাউসকে এনে রাইট বাটন ক্লিক করে অন্যান্য নেভিগেশন মুডে ( other navigation mode) গিয়ে অন্যান্য অরবিট সমুহে কাজ করা যায়।
Read more