মোল এবং আণবিক সংকেত

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - রসায়ন মোলের ধারণা ও রাসায়নিক গণনা | - | NCTB BOOK
38
38

মোল এবং আণবিক সংকেতের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে ঐ পদার্থের 1 মোল বলা হয়। যেমন: পানির আণবিক সংকেত H2O। পানির আণবিক ভর 18। অতএব, 18 গ্রামকে 1 গ্রাম আণবিক ভর পানি বা 1 মোল পানি বলা হয়। এখানে দেখা যাচ্ছে মোলকে গ্রাম আণবিক ভরও বলা হয়।
আণবিক সংকেত থেকে আরও অনেক তথ্য পাওয়া যায়।
H2O আণবিক সংকেত থেকে যে যে তথ্য পাওয়া যায় তা নিচে উল্লেখ করা হলো।
 

1. H2O এর নাম পানি
2. 1 অণু পানি এর সংকেত H2O
3. 1 মোল পানি এর সংকেত H2O
4. 1 অণু H2O এ 2টি হাইড্রোজেন পরমাণু এবং 1টি অক্সিজেন পরমাণু আছে।
5. 1 মোল H2O অণুতে 2 মোল H পরমাণু আছে ও 1 মোল O পরমাণু আছে।

Content added By
Promotion