শব্দকোষ

পঞ্চম শ্রেণি (ইবতেদায়ী) - বিজ্ঞান - | NCTB BOOK
8
8
শব্দশব্দের অর্থপৃষ্ঠা নম্বর
অক্ষপৃথিবীর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা  
অক্সিজেন সিলিন্ডারঅক্সিজেন রাখার বিশেষ পাত্র । 
অণুদুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে পদার্থ গঠনকারী যে কণা তৈরি করে। 
আর্দ্রতাবাতাসে জলীয় বাষ্পের মোট পরিমাণ। 
আহ্নিক গতি পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণনের গতি। 
আবাসস্থলউদ্ভিদ যে স্থানে জন্মায় এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে। 
আবহাওয়াকোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা । 
ইন্টারনেটপৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। 
উত্তর গোলার্ধপৃথিবীর উত্তরের অর্ধেক অংশ। 
উপগ্রহমহাকাশের যে বস্তু কোনো গ্রহকে কেন্দ্র করে ঘুরে। 
এইচআইভি (HIV)এইডস রোগ সৃষ্টিকারী জীবাণু। 
এইডসএইচআইভি জীবাণুর সংক্রমণের ফলে সৃষ্ট একটি রোগ যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে। 
এসিড বৃষ্টিক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্ৰিত বৃষ্টি। 
কক্ষপথযে নির্দিষ্ট পথে পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ সূর্যের চারদিকে ঘুরে। 
কীটনাশকএকটি রাসায়নিক পদার্থ যা ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনে ব্যবহৃত হয়। 
কৃত্রিম রংখাদ্যকে আকর্ষণীয় করতে ব্যবহৃত রঙিন রাসায়নিক পদার্থ । 
খরাদীর্ঘ সময় ধরে বিরাজমান বৃষ্টিপাতহীন শুষ্ক আবহাওয়া। 
খাদ্য জালদুই বা ততোধিক খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে সৃষ্ট জাল । 
খাদ্য শৃঙ্খলবাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া। 
গ্রিন হাউজ প্রভাবজলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসের মাধ্যমে বায়ুমণ্ডলে সূর্য থেকে আগত তাপ ধরে রাখার ঘটনা। 
ঘনীভবনকোনো পদার্থ বায়বীয় বা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়া । 
ছাঁকনছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়া। 
চাঁদের দশাচাঁদের আলোকিত অংশের আকৃতির দৃশ্যমান পরিবর্তনশীল অবস্থা। 
জনসংখ্যার ঘনত্বপ্রতি একক জায়গায় বসবাসরত মোট লোকসংখ্যা 
জলবায়ুকোন নির্দিষ্ট স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা 
জলবায়ু পরিবর্তনআবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন। 
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোপরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি। খাপ খাওয়ানোর উদ্দেশ্য হলো জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো। 
জাঙ্ক ফুডঅত্যধিক চিনি, লবণ ও চর্বিযুক্ত খাদ্য যা খুব সহজে তৈরি করে পরিবেশন করা যায়। 
জলোচ্ছ্বাসঘূর্ণিঝড়ের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সৃষ্ট তীব্র জোয়ার। 
জৈব প্রযুক্তিমানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহার। 
জ্যোতির্বিজ্ঞান মহাকাশ সম্পর্কিত গবেষণা ৷ 
দূরবীক্ষণ যন্ত্রলম্বা নলের মতো যন্ত্র যা অনেক দূরের জিনিস দেখতে ব্যবহার করা হয়। 
তথ্য বিনিময়যে প্রক্রিয়ায় কোনো তথ্য বন্ধু, পরিবারের সদস্য বা অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিযে প্রযুক্তিগুলো তথ্য খুঁজে পেতে, সংগ্রহ করতে, সংরক্ষণ করতে ও তথ্য বিনিময়ে ব্যবহৃত হয়। 
তাপ সঞ্চালন গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপ শক্তির প্রবাহ । 
তাপদাহঅতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থা । 
থিতানোযে প্রক্রিয়ায় পানিকে দীর্ঘ সময় স্থির অবস্থায় রেখে বিভিন্ন ময়লা তলানি হিসেবে জমিয়ে আলাদা করার মাধ্যমে পানি পরিষ্কার করা হয়। 
দিনপৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেই অংশের অবস্থা। 
নতুন আবাসদলবদ্ধভাবে নতুন কোনো স্থানে উদ্ভিদ জন্মানো ও প্রাণীর বসবাসের ফলে নতুন আবাস গড়ে উঠা। 
পদার্থযার ওজন আছে ও জায়গা দখল করে। 
পরমাণুপদার্থের ক্ষুদ্রতম কণা ৷ 
পরাগায়নবীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তর। 
পরিচলনতরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপের সঞ্চালন প্ৰক্ৰিয়া ৷ 
পরিপাকযে প্রক্রিয়ায় প্রাণীদেহে খাদ্য ভেঙে সরল ও শোষণ উপযোগী হয়। 
পরিবহনকঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের সঞ্চালন প্রক্রিয়া । 
পরিবেশ দূষণপরিবেশের পরিবর্তন যা জীবের জন্য ক্ষতিকর। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মেশার ফলে পরিবেশ দূষিত হয়। 
পরিবেশ সংরক্ষণপ্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। 
পানিবাহিত রোগযে সকল রোগ জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে হয়। 
পানি চক্ৰযে চক্রাকার প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে। 
পানি বিশুদ্ধকরণমানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থা। 
প্রযুক্তিআমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ । 
প্রাকৃতিক সম্পদপ্রকৃতিতে পাওয়া নানা বস্তু যা মানুষের কাজে লাগে। 
বয়ঃসন্ধিজীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে পরিবর্তিত হয়ে কিশোর অবস্থায় পৌঁছায়। 
বায়ুমণ্ডলপৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। 
বাস্তুসংস্থানকোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পারিক ক্রিয়া প্রতিক্রিয়া । 
বাষ্পীভবনকোনো পদার্থ তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়া । 
বার্ষিক গতিসূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তন। 
বায়ুচাপবায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে। 
বায়ুবাহিত রোগযে সকল রোগ হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে বিস্তার লাভ করে । 
বিজ্ঞানপ্রকৃতি সম্পর্কিত যে জ্ঞান পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করে এবং বর্ণনা করে। 
বিকিরণযে প্রক্রিয়ায় তাপ কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে । 
বীজের বিস্তরণমাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়া। 
বৈশ্বিক উষ্ণায়নপৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়া । 
বৃষ্টিপাতমেঘ থেকে পানি-কণার বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে নেমে আসা ।  
ভূমিক্ষয়বায়ু বা পানি প্রবাহের ফলে মাটির উপরের স্তর সরে যাওয়া । 
মাধ্যমকোনো কিছু স্থানান্তরের জন্য অথবা কোনো কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত বস্তু, যন্ত্র বা উপায় । 
মাতৃউদ্ভিদযে উদ্ভিদের অঙ্গ বা বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। 
মানবসৃষ্ট সম্পদপ্রাকৃতিক সম্পদ ব্যবহার করে মানুষ যে সকল সম্পদ তৈরি করে। 
রাসায়নিক পদার্থরাসায়নিক প্রক্রিয়ায় উৎপন্ন বিভিন্ন পদার্থ। 
রাতপৃথিবীর যে অংশ সূর্যের বিপরীত দিকে থাকে সেই অংশের অবস্থা। 
রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ করার জন্য শরীরের স্বাভাবিক সক্ষমতা। 
শক্তি কাজ করার সামর্থ্য । 
শক্তির রূপান্তরশক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন। 
শিল্পায়নশহর, বন্দর, গ্রাম ইত্যাদি স্থানে কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা। 
শিল্পবিপ্লবঅর্থনীতির দ্রুত ও ব্যাপক পরিবর্তন (যা ১৮শ শতকে শুরু হয়েছিল) যেখানে পণ্য উৎপাদনের জন্য প্রচলিত যন্ত্রপাতি ও পদ্ধতির পরিবর্তে শক্তিচালিত যন্ত্র ও নতুন পদ্ধতি ব্যবহার করা হয়। 
শিশিররাতে ঘাস, গাছপালা ইত্যাদির উপর জমা হওয়া বিন্দু বিন্দু পানির কণা। 
শৈত্যপ্রবাহউত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে শীতকালে তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া।  
সংক্রামক রোগবিভিন্ন জীবাণু যেমন— ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগ । 
হাইব্রিড গাড়িযে গাড়ি তেল ও বিদ্যুৎ দুই ধরনের জ্বালানি দিয়ে চলতে পারে। 
হিমবাহবিশাল আকারের বরফখণ্ড যা ঢাল বা উপত্যকা দিয়ে খুব ধীরে ধীরে গড়িয়ে চলে। 
ইনপুটকোনো কাজের জন্য কম্পিউটারের যে নির্দেশনা দেয়া হয়। 
প্রোগ্রামসমস্যা সমাধানের জন্য কোডসমূহকে যৌক্তিকভাবে সাজানো। 
প্রোগ্রামিংসমস্যা সমাধানের জন্য কোডসমূহকে যৌক্তিকভাবে সাজানোর প্রক্রিয়া। 

 

Content added By
Promotion