তিরন্দাজ — তির ছুড়ে যে ।
দ্রোণাচার্য — · মহাভারতের কুরুবংশের গুরু বা শিক্ষক। ইনি অস্ত্রশিক্ষা দিতেন। অন্যনাম, দ্রোণ ।
অস্ত্রশিক্ষা — অস্ত্র চালানোর বিদ্যা বা জ্ঞান ৷
ক্ষত্রিয় — জাতি বিশেষ। হিন্দু বর্ণভেদ অনুযায়ী চার বর্ণের দ্বিতীয় বর্ণ বা জাতি ।
ধনুর্বিদ্যা — ধনুক চালানোর বিদ্যা বা জ্ঞান ।
আঁটিয়া — পেরে ওঠা ।
মুনি — ঋষি। যারা ধ্যানে মগ্ন থাকেন ।
হস্তিনা — কৌরবদের রাজধানী ।
গোলা — লোহা দিয়ে বানানো গোল আকৃতির এক ধরনের অস্ত্র । কামান বা বন্দুক থেকে তা নিক্ষেপ করা হয়।
ভীষ্ম — মহাভারতের কৌরব ও পাণ্ডবদের পিতামহ বা দাদা ।
আচার্য — শিক্ষক। যিনি শাস্ত্র অনুযায়ী শিক্ষা দেন ।
সারথি — রথচালক।
কুন্তী — পাণ্ডবদের মা।
গদা — এক ধরনের অস্ত্র । শক্ত ও মোটা লাঠি, মুগুর ।
খড়্গগ — কাটা যায় এমন ভারি ও ধারালো শস্ত্র; খাঁড়া।
বাণ — ধনুক থেকে ছোড়ার এক ধরনের অস্ত্র । তির, শর ।
রঙ্গভূমি — অভিনয়ক্ষেত্র, মঞ্চ।
লোকারণ্য — লোকে ভরপুর। প্রচুর লোকসমাগম হয় যেখানে ।
শ্বেতবসনভূষণ — সাদা রঙের পোশাকে সজ্জিত।
কৃণ — কুরুপাণ্ডবদের শিক্ষাগুরু । অন্য নাম কৃপাচার্য।
বিদুর — · মহাভারতের রাজা ধৃতরাষ্ট্রের ভাই ।
বরুণবাণ — এক ধরনের অস্ত্র । পানি দিয়ে তৈরি অস্ত্র ।
বাজিকর — জাদুকর।
আরও দেখুন...