শব্দের অর্থ জেনে নিই
শব্দ অর্থ
অ
অচিনপুর - অচেনা স্থান ।
অবধারিত – অনিবার্য, যা হবেই, নির্ধারিত ।
অবরুদ্ধ - শত্রু দিয়ে বেষ্টিত, বন্দী ।
অহংকার - নিজে অনেক বড় কেউ - এরকম মনে করা ।
অপার - অগাধ, অসীম।
অনাড়ম্বর - সাদাসিধা ।
অমিত তেজ - অসীম সাহস আর অদম্য শক্তি ।
অভিভূত - ভাবাবিষ্ট বা আচ্ছন্ন হয়ে পড়া। -
অসিচালনা - তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা।
অমূল্য - যার মূল্য নির্ধারণ করা যায় না।
আ
আসন্ন - নিকট।
আচ্ছাদন - ঢাকনি, ছাউনি।
আত্মদানকারী - নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি।
আত্মসমৰ্পণ - সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার ।
আনকোরা - নতুন ৷
আস্তানা - বসবাসের জায়গা ।
আষ্টেপৃষ্ঠে - সর্বাঙ্গে, সারা শরীরে।
আরাফাত - মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্বে অবস্থিত প্ৰসিদ্ধ ময়দান।
আমির - বড়লোক; ধনী; সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান; মুসলমান শাসকের উপাধি।
ই
ইঙ্গিত – ইশারা ৷
উ
উদগ্রীব - প্রতিমুহূর্ত অপেক্ষা করা, খুব আগ্রহী, ব্যগ্র ।
উপত্যকা - দুই পাহাড় বা পর্বতের মাঝখানের সমতল ভূমি বা নিচু ভূমি অথবা পাহাড়-পর্বতের পাশের ভূমি।
উপাসনা - এবাদত; আরাধনা; আল্লাহর ধ্যান ।
ঊ
ঊর্মি - নদী ও সাগরের ঢেউ।
ঊর্মিমালা - ঢেউসমূহ, ঢেউগুলো।
এ
এফএ - (Final Arts) আজকের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমতুল্য।
এক্সপেরিমেন্ট - পরীক্ষা-নিরীক্ষা।
ঐ
ঐতিহাসিক - যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন। ইতিহাসে স্থান লাভের যোগ্য বা ইতিহাস-ভিত্তিক হলেও তাকে ঐতিহাসিক বলা হয় ৷
ক
কল্পকাহিনি - যে কাহিনি কল্পনা করে লেখা হয়। এক প্রকার কল্পকাহিনি আছে যা বিজ্ঞানকে প্রধান করে লেখা হয়, তাকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনি।
কানাডা - উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ।
কারারুদ্ধ - জেলখানা বা কারাগারে আটক রাখা।
কাবাশরিফ - মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর।
কড়ি - এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক।
কিচির মিচির - পাখির ডাকাডাকির আওয়াজ ।
কিরণ - আলো।
ক্রীতদাস - কেনা গোলাম; মূল্য দিয়ে যে ভৃত্যকে যাবজ্জীবনের জন্য কেনা হয়েছে।
কুমার - রাজার ছেলে (রাজকুমার)।
কুর্ণিশ - মাথা নত করে অভিবাদন করা।
কাঁকন -হাতে পরার গহনা ।
কোলাহলকল - কোলাহল হলো অনেক মানুষের শোরগোল, গোলমাল। আর ‘কল’ বলতে বোঝায় মানুষের গলার সুন্দর আওয়াজ। এখানে খেলায় সকলে এক সঙ্গে গোল-গোল চিৎকার করলে বেশ ভালো শোনায় বলে ‘কোলাহলকল' বলা হয়েছে।
ক্যাম্প - সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি। সেনাছাউনি।
খ
খাজনা - কর বা ট্যাক্স।
খাটিয়া -কাঠের তৈরি খাট।
খুশবু - সুগন্ধ।
খ্রিষ্টপূর্ব - যিশুখ্রিষ্টের জন্মের পূর্বের বৎসর বোঝাতে বলা হয় খ্রিষ্টপূর্ব, আর তাঁর জন্মের পরের বছরগুলোকে বলা হয় খ্রিষ্টাব্দ।
ক্ষ
ক্ষত - শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান ।
গ
গপগপিয়ে - গপগপ করে।
গণহত্যা - অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা।
গহ্বর - গর্ত।
গর্জে ওঠা - হুংকার দিয়ে ওঠা।
গর্দান - ঘাড়, গলা ।
গিরিডি - ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এটি গিরিডিহ্ জেলার একটি প্রধান শহর। ১৮৭২ সালের আগে স্থানটি হাজারিবাগ জেলার মধ্যে ছিল।
গেরস্ত - গৃহস্থ, সংসারী লোক। গেরস্ত লোকের বহু কাজকর্ম থাকে।
ঘ
ঘোর - অত্যন্ত, অনেক বেশি, গভীর।
চ
চকাচকি - হাঁসজাতীয় পাখি।
চন্দ্ৰলোক - চাঁদের দেশ।
চরণ - পা ।
চিনচিন - অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন শব্দ ৷
জ
জগৎ - পৃথিবী ।
জনপদ - যেখানে অনেক মানুষ এক সাথে বসবাস করে, লোকালয়, শহর।
জেদি – একগুঁয়ে, কোনো কাজ করতে যে নাছোড়বান্দা।
ট
টনটন - যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি ।
টহল - পাহারা দেওয়া।
টেপা পুতুল - কুমাররা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানা আকারের পুতুল তৈরি করেন। টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম টেপা পুতুল। তবে এসব মাটির পুতুলের হাত-পা বা জোড়াগুলো একটু ভিজে ভিজে মাটি দিয়ে যত্ন করে লাগাতে হয়।
টেরাকোটা -‘টেরা' অর্থ মাটি, আর ‘কোটা' অর্থ পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত।
টুকটুক - গাঢ়, সুন্দর।
ট্রেনিং - কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া বা নেওয়া ।
ড
ডনকুস্তি – বুকডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা ।
ডিঙি - একধরনের নৌকা ।
ড্রিবলিং - এটা ফুটবল খেলার একটা কৌশল। ইংরেজি dribble শব্দের অর্থ পায়ে-পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া।
ত
তট - নদীর তীর।
তটস্থ - ব্যতিব্যস্ত ।
তারারা - আকাশের তারকারাজি।
তিরিক্ষি - খারাপ মেজাজ।
তুলকালাম কাণ্ড - এলাহি কাণ্ড ৷
তেষ্টা - তৃষ্ণা, পিপাসা। তেষ্টায় যেন ছাতি ফেটে যাচ্ছে।
দ
দাপটে - প্রবল প্রতাপের সঙ্গে।
দুর্গ - প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস ।
দুর্ভেদ্য - যা কষ্টে ভেদ করা যায় ।
দুঃসাহসী - অত্যধিক সাহস আছে এমন ৷
দিগন্ত - প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়।
দ্রুত গতিতে - খুব তাড়াতাড়ি করে, জোরে যাওয়া ।
দেশান্তর - অন্য দেশ।
দোলাই মাথা - মাথা নাড়াই ৷
ধ
ধরা - পৃথিবী
ন
নকশা - রেখা দিয়ে আঁকা ছবি। শখের হাঁড়ি, টেপা পুতুল বা পশুপাখির গায়ে গ্রামের কুমার শিল্পীরা নানা রঙের ছবি আঁকেন। এ ছবিগুলোই হলো নকশা।
নিশিরাত - গভীর রাত্রি। মাঝ রাত ।
নির্জন - জনশূন্য স্থান ।
নিদর্শন - প্রমাণ, চিহ্ন বা উদাহরণ।
নির্বিচারে - কোনো রকম বিচার বিবেচনা ছাড়া।
নির্যাতিত - অন্যায়ের শিকার, নিপীড়িত।
পতন - পড়ে যাওয়া ।
পরস্পর - একের সঙ্গে অন্যের ।
পরাধীন - পরের অধীন, স্বাধীন নয়।
পন্থা - পথ।
পট্টি - কাপড়ের লম্বা টুকরা। এটা দিয়ে শরীরের কোনো স্থান বাঁধা থাকে। -
পর্যবেক্ষণ - কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা।
পাখপাখালি - নানা ধরনের পাখি।
পাষণ্ড - নির্দয়।
পাণ্ডিত্যপূর্ণ - জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ ।
পুঁটলি - বোঁচকা ।
প্রকৃতি - নিসর্গ ।
প্রাচীনতম - প্রাচীন হলো পুরাতন বা বহুকাল আগের কিছু। এর মধ্যে সবচেয়ে প্রাচীন হলে তম যোগ করা হয়।
প্রান্তর - মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি ।
প্ৰতিবাদী - যে কোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায় ।
প্রতিধ্বনি - বাতাসে ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে।
প্রবাসী - ভিন্নদেশে যে বাস করে।
প্রবাহিত হওয়া - বয়ে চলা, গড়িয়ে গড়িয়ে চলা ৷
প্রবেশিকা/প্রবেশিকা পরীক্ষা - আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রবেশিকা পাস করলে কলেজে প্রবেশ করা যেত। তাই নাম হয়েছিল প্রবেশিকা।প্রত্নতাত্ত্বিক - প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। তবে, প্রাচীন কালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এবং ইতিহাস খুঁজে যা বের করা হয় বা যেভাবে বের করা হয় তাকে বলে প্রত্নতাত্ত্বিক ।
প্ৰপাত - ধোওয়া, পানি দিয়ে পরিষ্কার করা।
প্ৰক্ষালন - উচ্চস্থান থেকে নিম্নস্থানে বেগে পতন।
ফ
ফরমায়েস - হুকুম, আদেশ।
ফুরসত - অবসর, অবকাশ, ছুটি।
ফেরিঅলা - রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন।
ফেড়ে - ছিড়ে।
ফোটে - প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে।
ব
বরণ - সাদরে গ্রহণ।
বরকন্দাজ - বন্দুকধারী সিপাই বা রক্ষী ।
বজ্ৰ - ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া, বাজ ।
বদ্ধ - বন্ধ।
বঙ্গবন্ধু - জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপাধি।
বর্গী - মারাঠা দস্যু।
বরেণ্য - মান্য।
বাহার - সৌন্দর্য।
বারি - পানি । (শব্দটি শুধু কবিতায় ব্যবহৃত হয়।)
বান্দা – গোলাম, দাস, একান্ত বাধ্য ।
বিজু - চাকমাদের নববর্ষ উৎসব।
বিজয়স্তম্ভ - কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয় ।
বিবিসি - যুক্তরাজ্যের বেতার কেন্দ্রের নাম ।
বিলুপ্ত - যা লোপ পেয়েছে।
বিষাদ - খেতে মজা নয় এমন ৷
বিষ-নজর – হিংসাপূর্ণ দৃষ্টি, কুনজর ।
বেলাভূমি - সমুদ্রের তীরে বালুময় স্থান।
বেণুবন - বাঁশবাগান ৷
বৈচিত্র্য - বিভিন্নতা।
বাঁশের কেল্লা - বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ।
ভ
ভয়ঙ্কর - ভীষণ, ভীতিজনক, অত্যন্ত।
ভাষণ - বক্তৃতা, বিবৃতি, উক্তি।
ম
মহানবি – আল্লাহর পয়গম্বর; রাসুল; প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। শেষ নবি হযরত মুহাম্মদ (স)-কে মহানবি হিসেবে আখ্যায়িত করা হয়।
মজলুম - অত্যাচারিত, নির্যাতিত।
মহান – শ্রেষ্ঠ, মহৎ, উদার।
মনস্বী - উদারমনা।
মহাকলরব - কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় এক সাথে চেঁচামেচি, আওয়াজ। মহাকলরব অর্থ-ভীষণ চিৎকার, চেঁচামেচি।
মরণ-যন্ত্রণা - মৃত্যুর কষ্ট।
মায়াবতী - দয়া, মমতা আছে যে নারীর ।
মালিশ - যে ওষুধ বা মলম চেপে-চেপে শরীরে লাগাতে হয়।
মিলিটারি - সামরিক বাহিনী। গল্পে পাকিস্তানি হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে।
মুক্তিকামী - স্বাধীনতাকামী ।
মুক্তিবাহিনী - শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিল যে সেনাদল ।
মুক্তিযোদ্ধা - যিনি স্বাধীনতা বা মুক্তির জন্য যুদ্ধ করেন।
মুগ্ধ - বিমোহিত, আনন্দিত।
মেদিনী - ভূপৃষ্ঠ, পৃথিবী।
মোহ - অজ্ঞান, মায়া, মূর্ছা।
মৃৎশিল্প - মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প।
য
যশস্বী - বিখ্যাত, কীর্তিমান।
যিলকাদ - আরবি বছরের একটি মাসের নাম।
যুগান্তর - অন্যযুগ বা সময় ।
র
রয়েল - রাজকীয় ।
রক্তরঞ্জিত - রক্ত দিয়ে লাল করা হয়েছে যা।
রক্ষী - প্রহরী, সেনা ।
রাজপ্রাসাদ - রাজপুরি বা রাজবাড়ি।
রুক্ষমূর্তি - উগ্ররূপ ।
ল
লবেজান - হয়রান ।
শ
শখ - মনের ইচ্ছা, রুচি ।
শখের হাঁড়ি - শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাঁড়ি।
শক্তিধর - শক্তি আছে যার ।
শঙ্কিত - ভীত।
শব্দদূষণ - অত্যন্ত কোলাহলে শব্দদূষণ ঘটে।
শালবন বিহার - কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। অষ্টাদশ শতকের এই পুরাকীর্তি বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচায়ক। শালবন বিহারেও পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক।
শাহানশাহ - বাদশাহ, রাজাধিরাজ।
শাহজাদা - বাদশার পুত্র।
শায়িত - শুয়ে আছে এমন।
শায়েস্তা - শাস্তি, জব্দ ।
শির - মাথা ৷
শিল্পী - যিনি কোনো শিল্পকলার চর্চা করেন তিনিই শিল্পী। যেমন- সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী।
স
সংকল্প - প্রতিজ্ঞা ৷
সরকার - দেশ চালায় যে।
সমতল ভূমি - যে জমি উঁচুনিচু নয়, পাহাড়ী নয়, তাকেই সমতল ভূমি বলে।
সমস্বরে - একসঙ্গে শব্দ করা বা কথা বলা।
সম্মেলন - জনসমাবেশ।
সমাবেশ - একত্রে অবস্থান ।
সার্থক - সফল।
সাংগ্রাই - রাখাইনদের নববর্ষ উৎসব।
সিন্ধু - সাগর।
সের - পুরানো পদ্ধতির ওজন মাপার একক ( ১ সের = প্রায় ০.৯৩৫ কেজি)।
স্নেহ-কণা - আদর ।
স্বাদ - খেতে ভালো লাগে এমন ৷
স্বজন - নিজের লোক, আত্মীয়, বন্ধুবান্ধব।
স্বর্ণলতা - সোনালি রঙের বুনো লতা। অনেক সময় পথের ধারের গাছগাছালি ভরে থাকে। এই লতা আপনা-আপনি জন্মায়।
সৌভাগ্য - ভালো ভাগ্য ৷
সম্ভার - বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস।
স্রোতস্বিনী - নদী ।
হ
হানাদার - আক্রমণকারী।
হুঙ্কার - চিৎকার।
হজ - হিজরি জিলহজ মাসের ৯ তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তওয়াফ সংবলিত ইসলামি অনুষ্ঠান ।
হিজরি - যিশুখ্রিষ্টের জন্মের ৬২২ বছর পরে হযরত মুহাম্মদ (স)-এর মক্কা ত্যাগ করে মদিনায় গমনের (হিজরতের) দিন থেকে গণিত চান্দ্র অব্দ বা বছর।
সমাপ্ত
Read more