সকলকে শুভেচ্ছা দিয়ে প্রার্থনার মাধ্যমে সেশনটি শুরু করো।
পবিত্র বাইবেল থেকে পাঠ
শিক্ষক তোমাদের জন্যে শ্রেণিকক্ষে পবিত্র বাইবেল এবং শিশুতোষ বাইবেল সংগ্রহে রাখবেন।
এ সেশনে তোমরা সক্কেয়ের মন পরিবর্তনের ঘটনাটি পড়বে। তোমরা প্রত্যেকে নিরবে প্রথমে বাইবেলের নির্ধারিত অংশটুকু পড়। তোমাদের কারও যদি পড়ার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ থাকে শিক্ষককে জানাবে। তোমাদের জন্যে শিক্ষক আবার পড়ে শুনাবেন এবং ব্যাখ্যা করবেন। তোমরা শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনো।
সক্কেয়ের মন পরিবর্তন
লুক ১৯:১-১০
'যীশু যিরীহো শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেখানে সক্কেয় নামে একজন লোক ছিলেন। তিনি ছিলেন প্রধান কর-আদায়কারী এবং একজন ধনী লোক। যীশু কে, তা তিনি দেখতে চেষ্টা করছিলেন, কিন্তু বেঁটে ছিলেন বলে ভিড়ের জন্য তাঁকে দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি যীশুকে দেখবার জন্য সামনে দৌড়ে গিয়ে একটা ডুমুর গাছে উঠলেন, কারণ যীশু সেই পথ দিয়েই যাচ্ছিলেন। যীশু সেই ডুমুর গাছের কাছে এসে উপরের দিকে তাকালেন এবং সক্কেয়কে বললেন, "সক্কেয়, তাড়াতাড়ি নেমে এস, কারণ আজ তোমার বাড়ীতে আমাকে থাকতে হবে। সক্কেয় তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দের সংগে যীশুকে গ্রহণ করলেন। এ দেখে সবাই বকবক করে বলল, "উনি একজন পাপী লোকের অতিথি হতে গেলেন।" সক্কেয় সেখানে দাঁড়িয়ে প্রভুকে বললেন, "প্রভু, আমি আমার ধন-সম্পত্তির অর্ধেক গরীবদের দিয়ে দিচ্ছি এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার চারগুণ ফিরিয়ে দিচ্ছি।" তখন যীশু বললেন, "এই বাড়ীতে আজ পাপ থেকে উদ্ধার আসল, কারণ এও তো অব্রাহামের বংশের একজন। যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছেন।"
তোমাকে একটু সহজ করে বলি
যীশু খ্রীষ্ট সকল শ্রেণির লোকদের সংগে ওঠাবসা, চলাফেরা ও খাওয়া দাওয়া করতেন। সকলের সাথে সম্প্রীতির মনোভাব নিয়ে জীবন যাপন করতেন। তিনি সকল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণির মানুষদের সংগে মিশতেন, সম্মান ও মর্যাদা দিতেন। যিশুর সময় ইস্রায়েল ও যিহুদিদের মধ্যে অনেক গোত্র ও শ্রেণিপেশার লোক ছিল। এক শ্রেণির লোকেরা অন্য শ্রেণির লোকদের পছন্দ করতেন না এবং তাদের মাঝে কোনো সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান ছিল না।
সক্কেয় পেশায় একজন করগ্রাহী ছিলেন। তাই ফরিশী ও অন্যান্য লোকেরা তাকে পাপী হিসেবে বিবেচনা করতেন। এ কারণে তার সংগে মেলামেশা, চলাফেরা ও খাওয়া দাওয়া করতেন না। যীশু খ্রীষ্ট সক্কেয়'র সংগে দেখা করলেন, তার বাসায় খাওয়া দাওয়া করলেন। সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। সক্কেয়'র বাড়িতে যাওয়ায় লোকেরা যীশুর সমালোচনা করছিলেন এবং বলেছিলেন 'উনি একজন পাপী লোকের অতিথি হতে গেলেন' (১৯:৭ পদ)। কিন্তু যীশুর সম্প্রীতি দেখে সক্কেয়র মন পরিবর্তন হলো। তিনি দাঁড়িয়ে প্রভু যীশুর সামনে পাপ স্বীকার করলেন, তার ধন-সম্পত্তির অর্ধেক গরিবদের দিলেন এবং যাদের ঠকিয়েছিলেন তাদের চারগুণ ফিরিয়ে দিলেন। সক্কেয় অনন্ত জীবন পেলেন এবং অন্যান্য লোকদের সাথে তার সম্প্রীতি বৃদ্ধি পেলো যীশুর মাধ্যমে।
বাড়ির কাজ
তুমি কতটা মনোযোগ দিয়ে বিষয়টি শুনেছো এবং বুঝেছো তা একটি বাড়ির কাজের মাধ্যমে প্রকাশ করো। বাইবেলে পঠিত অংশে উল্লিখিত ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্যের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলোর তুলনামূলক একটি তালিকা প্রস্তুত করে পরবর্তী সেশনে জমা দেবে।
শিক্ষককে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করে সেশনটি শেষ করো।
Read more