সময়ের রূপান্তর

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - প্রাথমিক গণিত - সময় | | NCTB BOOK
91
91

সমাধান:

(১)

১ ঘণ্টা = ৬০ মিনিট

= ৬০ × ৬০ সেকেন্ড

= ৩৬০০ সেকেন্ড

(২) 

১ দিন = ২৪ ঘণ্টা

= ২৪ × ৩৬০০ সেকেন্ড

= ৮৬৪০০ সেকেন্ড

(৩)

৩০ দিন

= ৩০ × ৮৬৪০০ সেকেন্ড

= ২৫৯২০০০ সেকেন্ড

সমাধান :

(১) 

১০০০ ÷ ২৪ = ৪১ দিন এবং ১৬ ঘণ্টা ৪১ দিন = ১ মাস এবং ১১ দিন অতএব, ১০০০ ঘণ্টায় ১ মাস ১১ দিন ১৬ ঘণ্টা হয়।

(২)

৮০০০ ÷ ২৪ = ৩৩৩ দিন এবং ৮ ঘণ্টা ৩৩৩: ৩০ = ১১ মাস এবং ৩ দিন অতএব, ৮০০০ ঘণ্টায় ১১ মাস ৩ দিন ৮ ঘণ্টা হয়।

(১) ৫ মাসকে ঘণ্টায় রূপান্তর কর। 

(২) ২ বছরকে ঘণ্টায় রূপান্তর কর।

(৩) ১২ বছর ৫ মাসকে দিনে রূপান্তর কর।

(৪) ১০০০০০ মিনিটকে মাস, দিন, ঘণ্টা এবং মিনিটে প্রকাশ কর। 

(৫) ১০০০০ সেকেন্ডকে ঘণ্টা, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ কর।

Content added By
Promotion