সেই সাহসী ছেলে

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - আমার বাংলা বই - NCTB BOOK

সবার মধ্যে উৎসবের আমেজ। গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে আসবেন এক বিখ্যাত মানুষ। তাঁর নাম শেরেবাংলা এ কে ফজলুল হক। তিনি তখন বাংলার প্রধানমন্ত্রী। শেরেবাংলার সাথে থাকবেন আর এক মন্ত্রী। তাঁর নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী। স্কুলের পক্ষ থেকে দুজনকে সংবর্ধনা দেওয়া হবে।

শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানও আছেন। শেখ মুজিব তখন মিশন স্কুলের ছাত্র। স্কুলের সবাই তাঁকে চেনে। খুব সাহসী আর বুদ্ধিমান ছেলে। কিশোর মুজিব ভাবলেন, সুযোগটা কাজে লাগাতে হবে। স্কুলের জন্য একটা কিছু করতে হবে।

অতিথিরা এলেন। তাঁদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। একসময়ে অনুষ্ঠান শেষ হলো। ফিরে যাওয়ার জন্য অতিথিরা প্রস্তুত হচ্ছেন। মুজিব কয়েকজন সহপাঠীকে নিয়ে সোহরাওয়ার্দীর সামনে দাঁড়ালেন। কী ব্যাপার! সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন।

শেখ মুজিব বললেন, 'আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে। ছাদ মেরামত করতে হবে।' সোহরাওয়ার্দী কিশোরের সাহস দেখে অবাক হলেন। ছাদ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেন। তারপর মুজিবকে কাছে ডেকে নিলেন।

 হাঁটতে হাঁটতে মুজিবের সাথে কথা বললেন। সোহরাওয়ার্দী সেদিন বাংলার ভবিষ্যৎ নেতাকে দেখতে পেয়েছিলেন।

কিশোর মুজিব ধীরে ধীরে যুবক হলেন। একদিন বাংলার মানুষের মহান নেতায় পরিণত হলেন। বললেন বাংলার মানুষের মুক্তির কথা। শোনালেন বাংলাদেশের স্বাধীনতার কথা।

শব্দ শিখি

পরিদর্শনে আসা - দেখতে আসা

সংবর্ধনা - অভ্যর্থনা

দৃঢ় - বলিষ্ঠ

চিরস্থায়ী - চিরদিনের জন্য স্থায়ী

নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি

সংবর্ধনা, অবাক, দায়িত্ব, আমেজ, অনুষ্ঠান।

সবার মধ্যে উৎসবের  . . . . . . . . . . . . . . . . . . . . .

শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের  . . . . . . . . . . . . . . . . . . . . .দিলেন

তাঁদেরকে ফুল দিয়ে  . . . . . . . . . . . . . . . . . . . . .দেওয়া হলো।

তারপর একসময়ে  . . . . . . . . . . . . . . . . . . . . .শেষ হলো।

সোহরাওয়াদী  . . . . . . . . . . . . . . . . . . . . .হয়ে তাকালেন।

যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি

সংবর্ধনা    ধ   র    +   ধ     বর্ধিত

শিক্ষার্থী    র্থ    র   +   থ     প্রার্থী

সোহরাওয়ার্দী     দ    র   +   দ     দুর্দশা

বলি ও লিখি 

গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে কে কে এসেছিলেন? 

সংবর্ধনার দায়িত্ব পড়লো কাদের উপর? 

কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে কী বললেন? 

কে বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন?

বাক্য লিখি 

উৎসব . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . .

সংবর্ধনা . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . .

ব্যবস্থা . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . .

সুযোগ. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

বিপরীত শব্দ শিখি

সাহসী - ভীতু

বুদ্ধিমান - বোকা

সামনে - পিছনে

দৃঢ় - কোমল

মুক্ত - বন্দি

গুণবাচক শব্দ শিখি

সাহসী ছেলে 

বিখ্যাত মানুষ 

বুদ্ধিমান মেয়ে 

ভবিষ্যৎ নেতা

স্কুল সুন্দর করার জন্য কী কী করা যায় লিখি

Content added By

আরও দেখুন...

Promotion