বস্তুর আক্রিতি জটিল হলে শুধু মাত্র অর্থোগ্রাফিক প্রজেকশান ও সম্মুখ দৃশ্য, প্রান্তিক দৃশ্যদ্বারা বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা পাওয়া কঠিন হয়ে পড়ে। এই সকল ক্ষেত্রে বস্তুকে কেটে ভিতরের অংশ দেখার প্রয়োজন হয়। কল্পিত তল দ্বারা বস্তুকে কেটে কাগজে বা পর্দায় অংকন করলে যে ভিউ তৈরী হয় তাকে সেকশনাল ভিউ বলে।
সেকশনাল ভিউ সহজে বোধগম্য করার জন্য বস্তুর কর্তিত অংশ হ্যাচ প্যাটার্ন (Hatch pattern) দ্বারা আবৃত করা হয়। মেটেরিয়ালের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনে হ্যাচ প্যাটার্ন সেকশান ভিউ-এ লাগানো হয়, যা দেখে বোঝা যায় বস্তুটি কি মেটেরিয়ালের তৈরি। নিচের চিত্রে কিছু মেটেরিয়ালের হ্যাচ প্যার্টান দেখানো হল, যা সেকশান ড্রয়িং এর ক্ষেত্রে ব্যপকভাবে ব্যবহৃত হয়।
আরও দেখুন...