যার দৈর্ঘ্য বা অঙ্কিত দৃশ্যের পরিমাপ মাপার জন্য ব্যবহৃত মাপের হারকে স্কেল বলে। ড্রয়িং-এর বিভিন্ন মাপকে বস্তুর প্রকৃত মাপ থেকে নির্দিষ্ট হারে বড়, ছোট কিংবা সমান করে আকার অনুপাতকে স্কেল বলে অর্থাৎ ড্রয়িংটি বস্তুর প্রকৃত মাপ থেকে
পরিমাপ করার জন্য ব্যবহৃত স্কেলকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়—
সরল বা প্লেইন স্কেল (Plain Scale): মোট দৈর্ঘ্যকে সমান কতগুলো ভাগে ভাগ করা হয়, প্রথম অংশটিকে আবার সমান কতগুলো ভাগে ভাগ করা হয়। এটি দশমিকের পর এক অঙ্ক পর্যন্ত মাপ নেয়ার জন্য ব্যবহৃত হয়। ড্রাফটিং কাজে এটি সর্বাধিক ব্যবহৃত হয়।
কর্ণ বা ডায়াগোনাল স্কেল (Diagonal Scale ): এতে ১ম অংশটিকে দৈর্ঘ্য ও গ্রন্থে সমান ১০টি ভাগ করা থাকে, এই ক্ষুদ্র ভাগকে কোণাকুণি ভাবে যোগ করা থাকে। এটি দশমাংশ ও শতাংশ পর্যন্ত মাপ নেয়ার জন্য ব্যবহৃত হয়।
ভার্নিয়ার স্কেল (Verneior Scale): মূল স্কেলের সাথে একটি চলমান অংশ যুক্ত থাকে যাতে ক্ষুদ্র মাপ পাওয়া যায়। এটি বৃত্তাকার অংশের ভিতর বা বাইরের ব্যাস নির্ণয়ে ব্যবহৃত হয়।
মাইক্রো মিটার (Micro Meter): একটি থ্রেড কত প্যাচ বা প্যাচের অংশ ঘুরালে কতটুকু প্রবেশ করে এই নীতির সাহায্যে ০.০১ মিমি সূক্ষ্ম পরিমাপ পাঠ করা যায় ।
ক্ষুদ্রতর, বৃহত্তর কিংবা পূর্ণমাপে অঙ্কন করার সময়, বস্তুর প্রকৃত যাগ এবং এর অঙ্কিত মাপ দুইটির অনুপাত বা ভাগফলকে সাদৃশ্য ভগ্নাংশ বা Representative Fraction বলে। একে শুধু স্কেল ও বলে।
সুতরাং সাদৃশ্য ভগ্নাংশ বা Representative Fraction (RF.) = ড্রয়িং-এ অঙ্কিত মাপ / বস্তুর প্রকৃত মাপ
অথবা, (RF.) = ড্রয়িং-এ অঙ্কিত মাপ : বস্তুর প্রকৃত মাপ
ড্রাফটিং-এ অধিকাংশ সময়ই একটি স্কেলে কোনো ড্রয়িং দেয়া বা করা থাকলে অন্য একটি স্কেলে করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে অঙ্কনের সমর ক্ষেত্র রূপান্তর বা কনভারশনের প্রয়োজন হয়। অর্থাৎ অন্য একটি স্কেলে অন করতে হয় ।
স্কেল রূপান্তর বা কনভারশন:
স্কেলঃ ¼ “ = 1' - 0” = 12"
বা, 1 = 12 4 = 48
বা, 1 : 48 বা, 1 : 50 প্রায় (অর্থাৎ ¼ = 1-0 মিটার স্কেলের প্রায় 1 : 50 এর সমান । )
নিচে স্কেল রূপান্তর বা কনভারশনের সুবিধার্থে মিটার ও ফুট স্কেলের কনভারশনের ছকটি প্রদত্ত হলো ।
ফুট ও ইঞ্চি থেকে মিটারে রূপান্তর
ফুট থেকে মিটারে রূপান্তর
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. স্কেল কাকে বলে?
২. স্কেল কত প্রকার ও কী কী?
৩. RF. কী?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. RF-এর সূত্রটি লেখ ।
২. ক্ষেলের রুপান্তর বলতে কী বোঝ?
৩. ফুট থেকে মিটার স্কেলে রূপান্তরের একটি উদাহরণ দাও ।
রচনামূলক প্রশ্নঃ
১. বিভিন্ন প্রকার স্কেলের বর্ণনা দাও।
২. বিভিন্ন প্রকার স্কেলের ব্যবহার বর্ণনা কর।
৩. স্কেলের রূপান্তরের উদাহরণসহ বিস্তারিত বর্ণনা দাও ।
Read more