স্প্লিট টাইপ এসি স্থাপনের পর পরীক্ষা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
1

৩.২.৫ স্প্লিট টাইপ এসি স্থাপনের পর পরীক্ষা (Testing):

এসি স্থাপনের পর কী কী পরীক্ষা করতে হবে- 

১। এসি ঠিক মত বসানো বা ফিটিং হয়েছে কিনা দেখতে হবে। 

২। এসির গ্যাস লিকেজ পরীক্ষা করতে হবে। 

৩। সঠিক ভাবে ইন্সুলেশন করা আছে কিনা দেখতে হবে । 

৪। সঠিক ভাবে ড্রেনেজ বা পানির লাইন ঠিক আছে কিনা দেখতে হবে। 

৫। এসি নেমপ্লেট নির্দেশিত ভোল্টেজ অনুযায়ী সাল্লাই ভোল্টেজ ঠিক আছে কিনা । 

৬। ইলেকট্রিক্যাল ওয়্যারিং এবং পাইপিং ঠিক ভাবে হয়েছে কিনা দেখতে হবে। 

৭। আর্থিং লাইন সঠিক নিয়মে আছে কিনা দেখতে হবে। 

৮। নির্দেশিত পাওয়ার কট ব্যবহার হয়েছে কিনা দেখতে হবে। 

৯। বাতাস সাকশন এবং ডিসচার্জে কোনবাধা প্রাপ্ত আছে কিনা দেখতে হবে। 

১০। অতিরিক্ত পাইপের দূরত্বের জন্য অতিরিক্ত গ্যাস চার্জ হয়েছে কিনা ।

 

 

Content added By
Promotion