Admission

আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য

জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র - আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য

আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য (Characteristics of Angiospermae) 

১. আবৃতবীজী উদ্ভিদ সকল পরিবেশেই জন্মায়।

২. উদ্ভিদ স্পোরোফাইট ও স্বভোজী এবং অসমরেণুপ্রসূ

৩. দেহ নরম বা শক্ত, অকাষ্ঠল বা কাষ্ঠল, চিরসবুজ বা পর্ণমোচী, বর্ষজীবী হতে বহুবর্ষজীবী ।

৪. এদের পাতা সরল বা যৌগিক ।

৫. সব উদ্ভিদে ফুল একক বা মঞ্জরীতে থাকে।

৬. গ্যামেটোফাইট অত্যন্ত সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল । 

৭. শুক্রাণু সর্বত্র নিশ্চল এবং আর্কিগোনিয়াম অনুপস্থিত।

৮. মাইক্রোস্পোর অঙ্কুরিত হওয়ার পর পরাগধানী হতে নির্গত হয় এবং অবশিষ্ট পরিস্ফুটন পরাগায়নের পর গর্ভমুণ্ডে ঘটে।

৯. গর্ভকেশর (carpel) সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড- এ তিন অংশে বিভক্ত। 

১০. সস্য (endosperm) নিষেকের পরে গঠিত হয় এবং এটি ট্রিপ্লয়েড (3n)।

১১. দ্বিনিষেক (double fertilizatin) সব ক্ষেত্রেই সংঘটত হয়। 

১২. গর্ভাশয় ফলে পরিণত হয় এবং বীজ ফলের মধ্যে নিহিত থাকে। বীজে একটি বা দুটি বীজপত্র থাকে।

১৩. সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান। 

Content added By
সকল সপুষ্পক উদ্ভিদে
গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদে
নগ্নবীজী উদ্ভিদে
ব্রায়োফাইটা

আরও দেখুন...

Promotion