ক. খ. গ ও ঘ মিলে পর্যান্ত মূলধন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে একটি ব্যবসায় সংগঠন স্থাপন করেন। ব্যবসায়ে দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে তারা প্রচুর জনশক্তি নিয়োগ করেন। তারা প্রত্যেকে অধিক পরিমাণে মূলধন সরবরাহের মাধ্যমে ব্যবসায়টি স্থাপন করেন।
যন্যা তার বাবার পরামর্শে অনলাইনে বুটিক ব্যবসায় শুরু করেন। এ খ্যবসায়টি তিনি একাই প্রতিষ্ঠা করেন এবং প্রয়োজনীয় মূলধন একাই সমেরাহ করেন। এর দরুন তার ব্যবসায় হতে প্রাপ্ত সকল মুনাফা তিনি একাই ভোগ করেন। এ ব্যবসায়টি গঠন করতে তার কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় নি।
ওয়ালটন ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে। এখানে উত্তম সাংগঠনিক কাঠামো অনুসারে কর্মীরা নির্দেশ অনুযায়ী কাজ করে এবং কাজের প্রকৃতি অনুযায়ী যোগ্য ব্যক্তি নিয়োগ করা হয়। যার ফলে ভালো কার্যফল অর্জিত হয়।
Read more