কোষ বিভাজন

জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র - কোষ বিভাজন

কোষ বিভাজনঃ 

প্রতিটি জীবদেহ কোষ (Cell) দিয়ে তৈরি।যে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের (cell division) মাধ্যমে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে তাকে কোষ বিভাজন বলে।

কোষ বিভাজনের প্রকারভেদঃ

অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনঃযে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এর বিভাজন ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে।ইস্ট,ব্যাকটেরিয়া,নীলাভ সবুজ শৈবাল,অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে।

জীবদেহের দুইটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছ

 মাইটোসিস (Mitosis) এবং মিয়োসিস (Meiosis)।

মাইটোসিস বা সমীকরণমূলক বিভাজন: যে কোষ বিভাজন প্রক্রিয়ায় সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস উভয়ই একবার করে বিভাজন হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। সাধারণত উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে এ ধরনের বিভাজন সংঘটিত হয়।

মিয়োসিস বা হ্রাসমূলক বিভাজন: যে কোষ বিভাজন প্রক্রিয়ায় সাইটোপ্লাজম একবার ও নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় তাকে miyosis কোষ বিভাজন বলে। সাধারণত উদ্ভিদ ও প্রাণীর জননকোষে এ বিভাজন হয়ে থাকে।

Content added By
Content updated By
দুটি কোসের মিলন
দুটি কোষের সাইটোপ্লাজমের মিলন
দুটি কোষের নিউক্রিয়াসের মিলন
দুটি মিলন
দুটি কোষের নিউক্লিয়াসের মিলন
দুটি কোষের সাইটোপ্লাজমের মিলন
দুটি অ্যাস্কোম্পোরের মিলন

Promotion

Promotion