ইউরোপের প্রথম উন্নত সভ্যতা গড়ে উঠেছিল এই গ্রিসে। বর্তমান আধুনিক ইউরোপকে এর ফসল বললে অত্যুক্তি হবে না। রোম গ্রীস দখল করে- খ্রিস্টপূর্ব ১৪৬ অব্দে। Minoan, Ges Mycenaean সভ্যতার উত্থানের ফলে স্বতন্ত্র সরকার ও সমাজ কাঠামো বিশিষ্ট রাজ্যের সৃষ্টি হয়। এই রাজ্যগুলো স্পার্টা এবং এথেন্সের অধীনে একত্রিত হয়ে পার্সিয়ানদের অগ্রযাত্রাকে প্রতিহত করেছিল। এথেন্সে গ্রিসের প্রথম গণতান্ত্রিক সমৃদ্ধ। সভ্যতা প্রতিষ্ঠিত হয়। গ্রিস ১৪৬০ সালে তুরস্কের অধীনস্থ ছিল। ১৮২৯ খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীনতা লাভ করে।
জেনে নিই
আরও দেখুন...