মি. রামপ্রসাদ মি. রফিকের কাছ থেকে জনতা ব্যাংক লি. ফার্মগেট শাখার ১০ জুলাই ২০২১ তারিখের একটি চেক পেলেন। ব্যবসায়িক কাজে বিদেশে অবস্থান শেষে ১১ জানুয়ারি ২০২২ তারিখে দেশে ফিরে পরদিন চেকটি তিনি সোনালী ব্যাংক লি. এর মতিঝিল শাখায় তার হিসাবে জমা দিতে গেলেন।
জাকিয়া, তাজকিয়ার নিকট থেকে তার লেখা ৫০,০০০.০০ টাকার একটা চেক পেল। চেক উপস্থাপন করলে ব্যাংক জানালো হিসাবে পর্যাপ্ত টাকা নেই। বড়জোর ৪৮,০০০.০০ টাকা উঠানো যাবে। তাজকিয়া ঢাকার বাইরে।
মিস তাবাসসুম ব্যাংকের ক্যাশ অফিসার। একটা চেক পেয়ে তিনি প্রাপকের নাম জিজ্ঞাসা করলেন। বাহক বললো প্রাপক অফিসে আছে। তাবাসসুম চেকটি ফেরত দিলেন।
Read more