চেক, বিনিময় বিল ও প্রতিশ্রুতিপত্র (ষষ্ঠ অধ্যায়)

একাদশ- দ্বাদশ শ্রেণি - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র | NCTB BOOK
1.3k
Please, contribute by adding content to চেক, বিনিময় বিল ও প্রতিশ্রুতিপত্র.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

মি. রামপ্রসাদ মি. রফিকের কাছ থেকে জনতা ব্যাংক লি. ফার্মগেট শাখার ১০ জুলাই ২০২১ তারিখের একটি চেক পেলেন। ব্যবসায়িক কাজে বিদেশে অবস্থান শেষে ১১ জানুয়ারি ২০২২ তারিখে দেশে ফিরে পরদিন চেকটি  তিনি সোনালী ব্যাংক লি. এর মতিঝিল শাখায় তার হিসাবে জমা দিতে গেলেন।

বাহক (মেসেঞ্জার) পাঠিয়ে
টেলিফোন ট্রান্সফারের মাধ্যমে
নিকাশঘরের সহায়তায়
নতুন চেক সংগ্রহ করে
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

জাকিয়া, তাজকিয়ার নিকট থেকে তার লেখা ৫০,০০০.০০ টাকার একটা চেক পেল। চেক উপস্থাপন করলে ব্যাংক জানালো হিসাবে পর্যাপ্ত টাকা নেই। বড়জোর ৪৮,০০০.০০ টাকা উঠানো যাবে। তাজকিয়া ঢাকার বাইরে।

টাকার পরিমাণ কেটে কমিয়ে উপস্থাপন করা
২০০০ টাকা তাজকিয়ার হিসাবে জমা দিয়ে চেক ভাঙ্গানো
চেকটি বাট্টা করে টাকা সংগ্রহ করা
টাকার পরিমাণ কেটে কমিয়ে তাজকিয়ার পক্ষে স্বাক্ষর দেওয়া
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

মিস তাবাসসুম ব্যাংকের ক্যাশ অফিসার। একটা চেক পেয়ে তিনি প্রাপকের নাম জিজ্ঞাসা করলেন। বাহক বললো প্রাপক অফিসে আছে। তাবাসসুম চেকটি ফেরত দিলেন।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...