বাংলাদেশ ব্যাংক তার ব্যাংক হার ৫% থেকে ৬% বৃদ্ধি করে ধারণা করেছিল বাজারে ঋণ সরবরাহ কমবে। কিন্তু কতিপয় ব্যাংকের ওপর তার প্রভাব পড়েনি। তাই ব্যাংকটি জমার হার ৫% থেকে ৬% বৃদ্ধি করলো। তাতে ঐ ব্যাংকগুলোর ওপর তেমন প্রভাব না পড়লেও অন্য ব্যাংকগুলো এতে প্রচণ্ড আপত্তি করছে। তাই বাংলাদেশ ব্যাংককে নতুন করে বিষয়গুলো ভাবতে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক গার্মেন্টস ও গৃহ নির্মাণ কাজে সহজ শর্তে অধিক ঋণদানের নীতি গ্রহণ করে। এতে মুদ্রাবাজারে অর্থ সরবরাহ বেড়ে যায়, যা কাম্য নয়। বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক উল্লিখিত খাত দু'টিতে ঋণ প্রদানের কোটা কমিয়ে দেয়ার নির্দেশ জারি করে।
CB ব্যাংক L দেশটির নোট ও মুদ্রা ইস্যু করার একচেটিয়া ক্ষমতা রাখে। এ প্রয়োজনেই CB ব্যাংক নোট ইস্যুর ক্ষেত্রে ২০% স্বর্ণ ও অন্যান্য সম্পত্তি রিজার্ভ হিসেবে সংরক্ষণ করে থাকে।
Read more