জাতিসংঘের মহাসচিবগণ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK

 জাতিসংঘের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন যুক্তরাজ্যের গোডউইন জেব তিনি ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। উল্লেখ্য যে, এ্যাডউইন জেন ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব কিন্তু নির্বাচিত প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলী।

Content added By

ট্রিগভেলী

  •  নিজ দেশ নরওয়ে।
  • প্রথম মহাসচিব ছিলেন। 
  • তিনি ইসরায়েলের নিকট গোপন সামরিক কূটনৈতিক নথি পাঠাতেন।
  • কোরিয়া যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ থাকার কারণে তিনি পদত্যাগ করেন।
Content added By

দ্যাগ হেমারশোল্ড

  • নিজ দেশ- সুইডেন।
  • কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন।
  • কঙ্গোতে যাওয়ার সময় বর্তমান জাম্বিয়ায় পৌঁছলে বিমান দুর্ঘটনায় মারা যান
  • ১৯৬১ সালে তিনি শান্তির জন্য মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন।
Content added By

উ থান্ট

  • নিজ দেশ- মিয়ানমার।
  • বর্মী কূটনীতিক ও তৃতীয় মহাসচিব।
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মহাসচিব ছিলেন।
  • এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।
Content added By

কুট ওয়ার্ল্ড হেইম

  •  নিজ দেশ অস্ট্রিয়া।
  • চীনের ভেটো প্রদানের কারণে তিনি তৃতীয় মেয়াদে মহাসচিব নির্বাচিত হতে পারেননি।
  • একমাত্র মহাসচিব যিনি পরবর্তীতে নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন
  •  জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনিই প্রথম বাংলাদেশ সফর করেন।
Content added By

পেরেজ দ্যা কুয়েলার

Please, contribute by adding content to পেরেজ দ্যা কুয়েলার.
Content

বুত্রোস গালি

Please, contribute by adding content to বুত্রোস গালি.
Content

কফি আনান

  • নিজ দেশ ঘানা।
  • তিনিই প্রথম জাতিসংঘের নিজস্ব কর্মকর্তাদের মধ্যে থেকে মহাসচিব হন।
  • ২০০১ সালে জাতিসংঘের সাথে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

 

Content added By

বান কি মুন

  • নিজ দেশ- দক্ষিণ কোরিয়া।
  • এশিয়া থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব।
  • দুই কোরিয়ার রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে বদ্ধপরিকর ছিলেন ।
Content added By

আন্তোনিও গুতেরেস

  • নিজ দেশ- পর্তুগাল
  • জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব।
  • পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী (১১৪ তম)। ইউরোপ মহাদেশ থেকে নির্বাচিত ৪র্থ মহাসচিব।

 

Content added By
Promotion