জাদুঘর

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
1.1k

বরেন্দ্র জাদুঘর

1k
  • আমাদের দেশে জাদুঘর প্রতিষ্ঠার কাজ শুরু হয় বরেন্দ্র অনুসন্ধান সমিতির মাধ্যে
  • বাংলাদেশের প্রথম জাদুঘর- বরেন্দ্র জাদুঘর ।
  • বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত হয়- ১০ ডিসেম্বর ১৯১০ সালে।
  • বরেন্দ্র জাদুঘর অবস্থিত- রাজশাহীতে।
  • গভর্নর লর্ড কারমাইকেলের পৃষ্ঠপোষকতায় ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

রাজশাহী কলেজ
রাজশাহী সিটি কর্পোরেশন
প্রত্নতত্ত্ব অধিধপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাকা জাদুঘর

941
  • ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয়- ১৯১৩ সালের ৭ আগস্ট।
  • ঢাকা জাদুঘরের বর্তমান নাম- জাতীয় জাদুঘর।
  • ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তর হয়- ১৭ নভেম্বর ১৯৮৩ সালে।
  • জাতীয় জাদুঘর অবস্থিত- ঢাকার শাহবাগে।
  • বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রথম মহাপরিচালক- এনামুল হক।
Content added By

অন্যান্য জাদুঘর

911
  • বিজ্ঞান জাদুঘর অবস্থিত- ঢাকার আগারগাঁওয়ে।
  • বাংলাদেশের একমাত্র ডাক জাদুঘরটি অবস্থিত - ঢাকায়
  • বঙ্গবন্ধু জাদুঘর অবস্থিত- ঢাকার ধানমন্ডি ৩২-এ।
  • নগর জাদুঘর অবস্থিত - ঢাকার নগর ভবনের অভ্যন্তরে।
  • ভ্রাম্যমান জাদুঘর - মুক্তিযুদ্ধ জাদুঘর অধীনে ।
  • বাংলাদেশের লোক শিল্প জাদুঘর- সোনারগাঁয়ে।
  • সোনারগাঁও জাদুঘর প্রতিষ্ঠিত হয়- ১৯৮১ সালে।
  • ঢাকা সেনানীবাসে অবস্থিত- সামরিক জাদুঘর ও হাউজ, চট্টগ্রাম।
  • জিয়া স্মৃতি যাদুঘর অবস্থিত- সার্কিট হাউজ, চট্টগ্রাম।
  • বর্ডার গার্ডস বাংলাদেশ জাদুঘর- পিলখানা, ঢাকা।
  • লালন শাহ জাদুঘর অবস্থিত- কুষ্টিয়ার সেঁউতিতে।
  • দেশের প্রথম শহীদ স্মৃতি সংগ্রহশালা অবস্থিত- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
  • ভূগর্ভস্থ জাদুঘর অবস্থিত- সোহরাওয়ার্দী উদ্যানে।
  • জাতিতাত্ত্বিক জাদুঘরে কতটি জাতির সম্পর্কে নিদর্শন রয়েছে- ২৭টি জাতি।
  • বঙ্গবন্ধু শেখ মুজিব জাদুঘর অবস্থিত - ঢাকা সেনানিবাসে।
  • দেশের একমাত্র প্রাণী যাদুঘর কোথায় অবস্থিত- ঢাকার মিরপুর চিড়িয়াখানায়।
  • ওসমানী জাদুঘরের অপর নাম - নূরমঞ্জিল যাদুঘর।
  • 'শেরে বাংলা জাদুঘর' অবস্থিত- বরিশালের চাখারে ।
  • 'গান্ধী স্মৃতি জাদুঘর' চালু হয়- নোয়াখালী জেলার বেগমগঞ্জ ।
  • 'জয়নুল আর্ট গ্যালারী অবস্থিত- ময়মনসিংহে ।
  • লোক ঐতিহ্য সংগ্রহশালা জাদুঘর - বাংলা একাডেমি।
  • 'লোক সাহিত্য সংগ্রহশালা' প্রতিষ্ঠিত হয়- ১৯৭৮ সালে।
  • ময়নামতি যাদুঘর অবস্থিত- কুমিল্লায়।
  • বাংলাদেশ পুলিশ জাদুঘর অবস্থিত- পুলিশ হেড কোয়ার্টার, ঢাকায় ।
  • বাংলাদেশের জাতিতাত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক জাদুঘর অবস্থিত- চট্টগ্রামের আগ্রাবাদে।
Content added By

লোকশিল্প জাদুঘর

975
Please, contribute by adding content to লোকশিল্প জাদুঘর.
Content
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...