Admission

টেরিডোফাইটার বৈশিষ্ট্য

জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র - টেরিডোফাইটার বৈশিষ্ট্য

টেরিডোফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদঃপক্ষল বা ডানাবিশিষ্ট উদ্ভিদ গোষ্ঠীকে Pteridophyta বলে। Pteron অর্থ পক্ষল বা ডানা এবং Phyton অর্থ উদ্ভিদ থেকে Pteridophyta শব্দের উৎপত্তি। এদের ফার্ন বর্গীয় উদ্ভিদ ও বলা হয়।এদের দেহে ভাস্কুলার ক্রিপটোগ্যামাস থাকে।অপুষ্পক উদ্ভিদের মধ্যেএরা সবচেয়ে উন্নত।পৃথিবীতে এর ৪০০ টি গণের ১০,০০০টি প্রজাতি রয়েছে।বাংলাদেশে ৪১ টি গোত্রের ১৯৫ টি টেরিডোফাইটা রয়েছে। এরা পরাশ্রয়ী।তবে কিছু প্রজাতি ভাসমান জলজ ও আর্দ্র স্থলজ পরিবেশে জন্মায়।

টেরিডোফাইটার বৈশিষ্ট্যঃ
*এরা অপুষ্পক, অবীজী উদ্ভিদ। 
*এদের প্রধান দেহটি স্পোরোফাইট বা রেণুধর অথ্যাৎ ডিপ্লয়েড(2n)।
*এদের দেহ মূল,কান্ড ও পাতায় বিভক্ত। 
*এরা স্বাধীন এবং বীরুৎ প্রকৃতির(ট্রি ফার্ন ছাড়া)। 
*দেহ জাইলেম ও ফ্লোয়েম দিয়ে গঠিত ভাস্কুলার বান্ডল দিয়ে গঠিত।
*এদের জননাঙ্গ বন্ধ্যাকোষের আবরণ দিয়ে আবৃত
*এদের স্ত্রী গ্যামেট নিশ্চল বা আর্কিগোনিয়াম উৎপন্ন হয় এবং সচল পুং গ্যামেট বা অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয়। 
*স্পোরোফাইটে স্পোর উৎপন্ন হয় যা হোমোস্পোরাস বা হিটারোস্পোরাস হতে পারে।
*জীবনচক্রে সুনির্দিষ্ট হিটারোমরফিক জনুক্রম বিদ্যমান।

Content added By
হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার ঘটে
জাইগোটে মায়োসিস হয়ে
এদের কোষ প্রচীর কাইটিন দিয়ে গঠিত
এদের ফটোসিনথেটিক পিগমেন্ট আছে
ফ্ল্যাজেলাবিহীন
দুইটি ফ্ল্যাজেলা যুক্ত
বহু ফ্ল্যাজেলা যুক্ত
একটি ফ্ল্যাজেলা যুক্ত

আরও দেখুন...

Promotion