পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান

একাদশ- দ্বাদশ শ্রেণি - গার্হস্থ্যবিজ্ঞান - গার্হস্থ্যবিজ্ঞান ১ম পত্র | | NCTB BOOK
Please, contribute by adding content to পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

টুম্পা গোলাকার চেহারার মিষ্টি মেয়ে। মামার কাছ থেকে উপহার পাওয়া ভি গলার জামাটি পরাতে তার অবয়বে লম্বা ভাব এসেছে। টুম্পার জামার ডিজাইনে বৈচিত্র্যতা আনতে তার দৈহিক বৈশিষ্ট্য বিবেচনা করতে হয়।

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

শিপুর মুখাকৃতি গোলাকার প্রকৃতির, সে সবসময় তার দেহাকৃতি অনুযায়ী পোশাক নির্বাচন করে। শিপু ব্লাউজ বা কামিজ বানানোর সময় ইয়ক, চিকন টাকস ব্যবহার করে। এটি শিপু ত্রুটি দূর করতেও ব্যবহার করে।

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

পলি তার পোশাকে এমন রেখা ব্যবহার করে যা পরিধানে তার মধ্যে বিশ্রাম ও আরামের অনভূতি আসে। অন্যদিকে মলি তার পোশাকে ঢেউ খেলানো রেখা দিয়ে নকশা সৃষ্টি করে থাকে।

Promotion