রাহীর ক্লাসে এমন একটি প্রাচীন দুর্গ নগরীর ইতিহাস স্যার তুলে ধরলেন যা বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত।
পঞ্চম শ্রেণির ছাত্র সিফাত প্রায়ই তার দাদার কাছ থেকে গল্প শুনে থাকে। একদিন তার দাদা বলল, এক সময় মানুষের নির্দিষ্ট কোন বাড়ি-ঘর ছিল না। তারা বিভিন্ন জায়গায় বসবাস করত। তারাই প্রথম আগুন আবিষ্কার করেন।
রেশমীর ক্লাসে এমন একটি প্রাচীন দূর্গ নগরীর ইতিহাস স্যার তুলে ধরলেন, যা বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত।