মিলি এসএসসি পরীক্ষার পর 'ক' সরকারী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হল। ক্লাস করতে গিয়ে প্রথম দিনেই দুটি মেয়ের সাথে তার সাক্ষাৎ হলো। যাদের গায়ের রং বাদামী এবং গড়ন হালকা পাতলা। মিলির মনে হল এরা জমজ বোন।
স্বপন একটি, ক্ষুদ্র জাতিসত্তার সদস্য। তাদের আদি বাসস্থানের নাম চম্পকনগর। তাদের জীবিকার প্রধান উপায় হলো কৃষি। তাদের কৃষি পদ্ধতিকে জুম চাষ বলা হয়। তবে বর্তমানে তারা হালচাষেও অভ্যস্ত হয়েছে।
আহনাফ একটি এথনিক সম্প্রদায় নিয়ে গবেষণা করবে। সে তার কাজের সুবিধার্থে মান্দি ভাষা শেখে, যাতে সম্প্রদায়টি সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞানার্জন করতে পারে।
অর্চি পত্রিকায় একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর প্রতিবেদন পড়ছিলো। সেখানে সে অস্ট্রালয়েড জনগোষ্ঠীভুক্ত লোেকদের দ্বারা সংঘটিত একটি ঐতিহাসিক বিদ্রোহ সম্পর্কে ধারণা লাভ করল।
অমিতা একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। তাদের নিজস্ব ভাষা আছে যার নাম মৈতৈ। তাদের মূল আবাসস্থল ভারতের মণিপুর রাজ্যে।
মিজান কক্সবাজারের মহেশখালীতে বেড়াতে যায়। সেখানে গিয়ে সে একটি ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মানুষ দেখতে পায়। এরা দেখতে উজ্জ্বল বাদামি বর্ণের, চুল কালো এবং নাক চ্যাপ্টাকৃতি। তারা বছরে শ্রেষ্ঠ উৎসব হিসাবে সান্দ্রে অনুষ্ঠান পালন করে।
বার্ষিক পরীক্ষা শেষে রাজু তার বাবার সাথে বান্দরবান বেড়াতে যায়। সেখানে সে দেখতে পায় পাহাড়ের গায়ে আগুন জ্বেলে পাহাড় পরিষ্কার করে স্থানীয়রা চাষাবাদ করে। এ পদ্ধতিতে তারা গর্ত করে একসাথে বিভিন্ন বীজ রোপণ করে।
বাসু সরেন সব সময় মঙ্গলের জন্য সূর্যকে পূজা করেন। তার মতে, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলো ঠাকুর জিও আর জাগতিক দেবতা মারংবুরু।
শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানের দিন দুজন বন্ধুর সাথে তার পরিচয়। যাদের গায়ের রং বাদামি ও চুলের গড়ন সোজা ও খাড়া।
সেঁজুতির পূর্বপুরুষরা ঐতিহ্যবাহী সাংসারেক ধর্মে বিশ্বাসী ছিলেন। বর্তমানে তার পরিবারের সবাই খ্রিষ্টান ধর্মে বিশ্বাসী।
কথা এমন একটি নৃগোষ্ঠীর সদস্য যাদের পূর্ব পুরুষরা সাংসারেক ধর্ম পালন করত। তারা টাটারা রাবুগাকে প্রধান দেবতা হিসেবে পুজা করত।
শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানের দিন দুজন বন্ধুর সাথে তার পরিচয় হয়। যাদের গায়ের রং বাদামি ও চুলের গড়ন সোজা ও খাড়া।
সিধু বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। তার আকার বেঁটে, নাক চ্যাপ্টা ও খুলি গোল। সে বগুড়ায় বসবাস করে। তারা অস্ট্রিক জনগোষ্ঠীর লোক।
অর্চি পত্রিকায় একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর প্রতিবেদন পড়ছিলো। সেখানে সে অস্ট্রালয়েড জনগোষ্ঠীভুক্ত লোকদের দ্বারা সংঘটিত একটি ঐতিহাসিক বিদ্রোহ সম্পর্কে ধারণা লাভ করল।
নমিতা একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। তাদের জীবিকার প্রধান উপায় হলো কৃষি। তাদের কৃষি পদ্ধতিকে জুমচাষ বলে। বর্তমানে তারা হাল চাষেও অভ্যস্ত হচ্ছে।
সামিয়ার প্রিয় বন্ধুর নাম গোলপুমালা। গোলপুমালার মুখমণ্ডল ফর্সা, নাক-মুখ চ্যাপ্টা, চোখ কালো ও ছোট। চোয়াল উঁচু, পায়ের গোড়ালি সরু। গোলপুমালা সামিয়াকে জানায়, বর্তমানে বাংলাদেশে তার মতো শারীরিক গঠনের মানুষের সংখ্যা প্রায় ৩০ হাজার।
রুনেল ও উথান বান্দরবান কলেজে পড়ে। তারা দুজনই খুব ভালো ছাত্র। তাদের বন্ধুত্ব দেখে সহপাঠী লিমা চাকমা তাদের মানিকজোড় বলে ঠাট্টা করে। বুনেলের পছন্দের খাবার হলো বিনিখোয়া পিঠা আর উথানের হলো সিরোই।
ধর্ম মূলত = Animism
পবিত্র মনে করে = পান-সুপারি
প্রধান দেবতা = উ ব্লাউ নাংথউ
Read more