বুলগেরিয়া

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Bulgaria
  • রাজধানীঃ সোফিয়া
  • ভাষাঃ বুলগেরিয়ান
  • মুদ্রাঃ লেভ

জেনে নিই

  • গোলাপের উপত্যকা অবস্থিত- বুলগেরিয়ায়।
  • বুলগেরিয়ার সবচেয়ে পুরোনো শহর- সজোপুল।

সাইপ্রাস (Cyprus)

  • রাজধানীর নাম- নিকোশিয়া।
  • সাইপ্রাসের মুদ্রার নাম- ইউরো।
  • সাইপ্রাসকে গ্রিসের সাথে যুক্ত করার আন্দোলনের নাম- ইনোসিস।
  • গ্রিসের সমর্থনপুষ্ট সামরিক জান্তা ক্ষমতার মসনদে আরোহন করলে তুরস্ক সাইপ্রাসে আগ্রাসন চালায় ।
  • এটিই সাইপ্রাস ও গ্রিসের বিবাদের কারণ।

মাল্টা (Malta)

  • মাল্টা ভূমধ্যসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ দেশ।
  • মুদ্রার নাম- ইউরো।
  • রাজধানীর নাম- ভ্যালেটা।
Content added By
Promotion