জনাব জাকির পণ্য রপ্তানিকারক। তিনি ১০,০০০ টাকা মূল্যের ৬ মাসের একটি পণ্যের ফরমায়েশ পেলেন। এজন্য তিনি আমদানিকারক থেকে পণ্য শিপমেন্টের আগে এমন একটি পত্র চাইলেন যাতে নির্দ্বিধায় তিনি পণ্য পাঠাতে পারেন।
বাংলাদেশের মি. তাজিম যুক্তরাষ্ট্রের মি. জন এর নিকট থেকে একটি পাওনা পরিশোধের নিশ্চয়তার দলিল গ্রহণ করেন। পণ্য জাহাজীকরণের শেষে মি. তাজিম একটি অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনামা মি. জন এর নিকট প্রেরণ করেন।
কিছুদিন পূর্বে জনাব মুশফিক বন্ধুকে ডলার কিনে দিয়েছেন ৭৫ টাকা হারে। বিদেশ যাবেন তাই নিজের জন্য ডলার কিনতে গেলেন। দাম প্রতি ডলার ৮০ টাকা। তিনি ভাবেন কারা এ হার নির্ধারণ করেন আর কেনইবা এ হারে হ্রাস- বৃদ্ধি ঘটে?
Read more