এশিয়া মহাদেশের বিশাল ভূ-বেষ্টিত (Land Locked) অঞ্চল মধ্য এশিয়া। ঐতিহাসিকভাবে অঞ্চলটি যাযাবর জাতি ও চীনের সিল্ক রোডের সাথে সম্পর্কিত। মধ্য এশিয়ার কাজাখস্তান ও আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল । ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গেলে কাজাখস্তান ও আর্মেনিয়া স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। মধ্য এশিয়া (০৬টি দেশ) এশিয়া মহাদেশের বিশাল ভূ-বেষ্টিত (Land Locked) অঞ্চল মধ্য এশিয়া। মধ্য এশিয়ার দেশগুলো এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।
উপনিবেশ
মধ্য এশিয়ার সবদেশ ব্রিটেনের উপনিবেশ ছিল। স্বাধীনতা পায় সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে।
নাগার্নো-কারাবাখ
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিবদমান ছিটমহল। আজারবাইজান মূলত ককেশীয় অঞ্চলের দেশ। এটিকে কেউ ইউরোপ আবার কেউ এশিয়ার দেশ মনে করে। এজন্য একত্রে ইউরেশিয়ান দেশ বলা হয়।
সমরখন্দ
উজবেকিস্তানের ঐতিহাসিক নগরী। সম্রাট বাবর এখানে জন্মগ্রহণ করেন।
টিউলিপ বিপ্লব
২০০৫ সালে কিরগিস্তানের সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট অ্যাকায়েডের কর্তৃত্ববাদ ও দুর্নীতির ফলে এই বিপ্লব আরম্ভ হয়। এই বিপ্লবের ফলে প্রেসিডেন্ট এসকার অ্যাকায়েড পদত্যাগ করেন।
জেনে নিই
আরও দেখুন...