মানবদেহের রক্ত সংবহনতন্ত্র

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র | NCTB BOOK
1.5k
Summary

মানবদেহে রক্ত সংবহন:

মানুষের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের (closed type)। রক্ত হৃৎপিণ্ড, ধমনি, শিরা ও কৈশিকনালির মাধ্যমে সঞ্চালিত হয়ে অভ্যন্তরীণ পরিবহন সম্পন্ন করে।

এতে দ্বি-চক্রীয় সংবহন (double circulation) থাকে, যা সিস্টেমিক (systemic) ও পালমোনারি (pulmonary) চক্র গঠন করে।

মানবদেহে চার পদ্ধতিতে রক্তসংবহন সংঘটিত হয়:

  1. সিস্টেমিক
  2. পালমোনারি
  3. পোর্টাল
  4. করোনারি

মানবদেহে রক্ত সংবহন (Blood Circulation of Human Body) : মানুষের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের (closed type) । অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড, ধমনি, শিরা ও কৈশিকনালির মাধ্যমে সঞ্চালিত হয়ে অভ্যন্তরীণ পরিবহন সম্পন্ন করে। তাছাড়া মানুষের রক্ত সংবহনতন্ত্রে দ্বি-চক্রীয় সংবহন (double circulation) অর্থাৎ সিস্টেমিক (systemic) ও পালমোনারি (pulmonary) চক্র পরিলক্ষিত হয়। মানবদেহে চার পদ্ধতিতে রক্তসংবহন সংঘটিত হয়, যথা- ১. সিস্টেমিক, ২. পালমোনারি, ৩. পোর্টাল এবং ৪. করোনারি

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

শিরা ও পালমোনারি শিরা

শিরা ও ধমনি

ধমনি ও পালমোনারি ধমনি

ধমনি ও পালমোনারি শিরা

পালমোনারি ধমনীতে
পালমোনারি শিরাতে
বাম নিলয়ে
অ্যাওর্টাতে
পালমোনারী ধমনীতে
পালমোনারী শিরাতে
বাম নিলয়ে
অ্যাওর্টাতে
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...