শীতের এক সকালে দাদু উঠানে বসে বই পড়ছেন। সজিব এসে বলল, দাদু, কী বই পড়ছেন? দাদু বলল, স্বাস্থ্যবিজ্ঞান। সজিব এবার অনেক আগ্রহ নিয়ে বলল, স্বাস্থ্য কাকে বলে দাদু? উত্তরে দাদু বললেন, শরীর নিরোগ এবং সুস্থ থাকার নামই স্বাস্থ্য। এরপর দাদু বললেন, সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য নয়। তবে স্বাস্থ্যবিজ্ঞান পাঠে এবং নিয়মনীতি পালনে স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা বেশি থাকে।
রাজ সেনাবাহিনীতে চাকরি করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে এসেছে। রাতে খাবারের সময় বিভিন্ন গল্পের মাঝে রাজের বাবা জানতে চাইল সেনাবাহিনীতে কী কাজ করতে হয়। বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বাবাকে বুঝানোর পর রাজ পরিশেষে বলল, সেনাবিভাগে মানুষকে হাঁটতে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু হাঁটার উন্নতি সাধন করা হয়, অর্থাৎ একসাথে মিলিয়ে চলার কিংবা মার্চ করার কৌশল শিক্ষা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের বাসে বসে দুই বন্ধুর কথোপকথন :
শরিফ : আবির, তুমি কোন বিষয়ে অনার্স করছো?
আবির: কম্পিউটার বিজ্ঞানে, তুমি?
শরিফ: দর্শনে।
আবির: চমৎকার! দর্শনের একটি অন্যতম বিষয় হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার সাথে কম্পিউটারের যে অনেক সাদৃশ্য আছে এটা কি তুমি জান?
শরিফ: হ্যাঁ জানি, তবে বৈসাদৃশ্যও অনেক। যেমন, ধরো যুক্তিবিদ্যা হলো দর্শনের অন্তর্ভুক্ত যা কলা, অন্যদিকে কম্পিউটার বিজ্ঞান হলো বিজ্ঞান।
Read more