শিল্প ও বণিক সমিতি থেকে প্রাপ্ত সহায়তা

একাদশ- দ্বাদশ শ্রেণি - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | | NCTB BOOK

কোনো নির্দিষ্ট অঞ্চলের, এলাকার বা দেশের শিল্পপতি ও ব্যবসায়ীগণ নিজেদের স্বার্থরক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের জন্য একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টায় ও পরিচালনায় যে সংগঠন প্রতিষ্ঠা করে তাকে শিল্প ও বণিক সমিতি বলে । বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে শিল্প ও বণিক সমিতি রয়েছে । একইভাবে বিভিন্ন ধরনের শিল্পমালিক; যেমন- গার্মেন্টস সামগ্রী প্রস্তুতকারক, বজ্রমালিক, প্লাস্টিক সামগ্রী প্রস্তুতকারক প্রভৃতি বিশেষ ধরনের শিল্প মালিকগণ তাদের জন্য শিল্প ও বণিক সমিতি গড়ে তুলেছে। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে জেলা পর্যায়ের শিল্প ও বণিক সমিতি । সারাদেশের শিল্প ও বণিক সমিতির সমন্বয়ে গড়ে উঠেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (FBCCI) শিল্প ও বণিক সমিতি যেভাবে শিল্প ও বাণিজ্যের উন্নয়নে সহায়তা করে তা নিম্নে উল্লেখ করা হলো :

  • সদস্যদের স্বার্থ সংরক্ষণে নিজেদের মধ্যকার ঐক্য প্রয়াসকে সুসংহত করে এবং যে কোনো বিরোধ মীমাংসায় ভূমিকা রাখে;
  • সদস্যদের মুখপাত্র হিসেবে তাদের বিভিন্ন অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা সরকারকে অবহিত করে প্রতিকারের ব্যবস্থা করে; 
  • ব্যবসায় বান্ধব নীতি ও বাজেট প্রণয়নে সরকারের সাথে আলোচনা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করে;
  • বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তথ্য ও সংবাদ সংগ্রহ করে তা সদস্যদের সরবরাহ করে এবং এ বিষয়ে মাঝে-মাঝে পত্রিকা ও সাময়িকীও প্রকাশ করে;
  • ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও দক্ষতার উন্নয়নের জন্য সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা ইত্যাদির ব্যবস্থা করে;
  • দেশে উৎপাদিত পণ্য সামগ্রীর বাজার সম্প্রসারণের জন্য দেশে-বিদেশে বিভিন্ন পণ্যসজ্জা, মেলা ইত্যাদির ব্যবস্থা করে;
  • বিদেশী ক্রেতাদের সুবিধার্থে দেশীয় পণ্যের উৎপাদনস্থল সংক্রান্ত প্রভব লেখ (Certificate of Origin) এই প্রতিষ্ঠান ইস্যু করে;
  • আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেনের বিষয়ে দু'দেশের ব্যবসায়ীদের মধ্যে কোনো বিরোধ হলে তা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করে ইত্যাদি ।
Content added By
Promotion