আমবাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতি বছর রমজানের ছুটিতে তাঁত, বেত ও মৃৎশিল্পের মেলা বসে। মেলায় নানা ধরনের বাহারি রঙের কাপড় ও মাটির বাসন-কোসনের দোকান বসে। এছাড়া বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দোকানও দেখা যায়।
রানা ও সুমন দুই বন্ধু। রানা গ্রামে এবং সুমন শহরে বাস করে। রানা পরিবারের সবার সাথে মিলেমিশে চলে এবং নিয়মিত খেলার মাঠে খেলতে যায়। মসজিদে নামাজে উপস্থিত থাকে। অন্যদিকে সুমন পড়াশোনার বাইরে অন্য কোনো কাজে সম্পৃক্ত হয় না।
চীনের প্রাচীন ইতিহাস থেকে জানা যায় চীনের রাজা ইয়াও তার ভবিষ্যৎ উত্তরাধিকার নির্বাচনের জন্যে সন্তানদের জন্মের পর থেকেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি অন্দরমহলেও রাজকীয় নীতি অনুসরণ করতেন যাতে ছেলেরা এটি বুঝতে পারে। ছেলেদেরকে তিনি সাধারণদের স্কুলে পাঠাতেন ও সাধারণ ছেলেদের সাথে খেলতে পাঠাতেন যাতে তারা সাধারণদের সাথে মিশতে পারে।
Read more