রোগ ও পথ্য ব্যবস্থাপনা

একাদশ- দ্বাদশ শ্রেণি - গার্হস্থ্যবিজ্ঞান - গার্হস্থ্যবিজ্ঞান ২য় পত্র | | NCTB BOOK
20
Please, contribute by adding content to রোগ ও পথ্য ব্যবস্থাপনা.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

কার্ডিও মায়াপ্যাথি
হার্ট ফেইলর
উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ
করোনারি হার্ট ডিজিজ
হজমে ব্যাঘাত ঘটা
ওজনাধিক্য
ঘাড় ব্যথা
বুকে ব্যথা
অতিরিক্ত খাদ্য নিয়ন্ত্রণের জন্য
রোগের বিশেষ অবস্থায় রোগীকে সুস্থ করে তোলার জন্য
পুষ্টিকর খাবারের সরবরাহ ঠিক রাখার জন্য
শরীরে ঔষধকে কাজে লাগানোর জন্য
রোগীর বয়স
রোগীর পারিবারিক অবস্থা
রোগের ধরন ও প্রকৃতি
রোগীর অবস্থা ও পরিপাক ক্ষমতা
আরোগ্যকারী খাদ্য
শক্তিদায়ক খাদ্য
ক্ষয়পূরণকারী খাদ্য
রোগ প্রতিরোধকারী খাদ্য
চিন্তাশক্তি
পরিপাক ক্ষমতা
সৃজনশীলতা
বিশ্রামের ইচ্ছা
পরিপাকের ক্ষমতা
ক্যালরির চাহিদা
কাজ করার ক্ষমতা
ঘুমের চাহিদা
রোগের প্রকৃতি
রোগীর গৃহ পরিবেশ
রোগীর আর্থিক অবস্থা
রোগীর ইচ্ছাশক্তি
কার্বোহাইড্রেটবহুল
উচ্চ প্রোটিনবহুল
স্নেহবহুল
উচ্চ ভিটামিনবহুল
অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

জালাল সাহেবের বাবার উচ্চ রক্তচাপ ছিল। এজন্য তিনি মনে করেন তারও উচ্চ রক্তচাপ আছে।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

রহিমের বয়স ৩৫ বছর। সে বেশ কর্মঠ। সে মোটামুটি দিনে ১২-১৪ ঘণ্টা কাজ করে। হঠাৎ একদিন অফিসে কাজ করার সময় তার মাথা ঘুরে উঠল। সেই সাথে মাথা ও ঘাড় ব্যথা শুরু হলো। সে ডাক্তার দেখাল, ডাক্তার তার রক্তের চাপ পরীক্ষা করে তাকে অতিরিক্ত পরিশ্রম ও দুঃশ্চিন্তা কমাতে বলেন এবং খাদ্য (তৈলাক্ত, লবণযুক্ত, অধিক ক্যালরিযুক্ত) নিয়ন্ত্রণেরও পরামর্শ দিলেন।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

রিয়াদ বেশ কিছু দিন যাবৎ অসুস্থতায় ভুগছে। তার খাদ্যে অরুচি, বমি ভাব, পেট ব্যথা। ডাক্তার তাকে দেখার পর বললেন লিভারের সমস্যা আছে। এজন্য মাঝে মাঝে তার হজমে সমস্যা হয়।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

রিয়ার মেয়ে লিয়া জন্মের পর বুকের দুধ খাচ্ছিল। জন্মের ৭ দিন পর থেকেই সে বমি ও পাতলা পায়খানা করছে। কিন্তু তার বোন কেয়ার মেয়ে সাকী ৬ বছর বয়সের। সে গতরাত থেকে পাতলা পায়খানা ও বমি করছে। তার মা বলল সে গতরাতে ফ্রিজে রাখা শশা খেয়েছে।

ডায়রিয়া
ফিনাইল কিটো নিউরিয়া
গ্যালাক্টোসেমিয়া
আমাশয়
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

নাজনিন জণ্ডিসে আক্রান্ত। নাজনিনের মা তার উপযোগী খাদ্য তৈরি করে খেতে দেন। কারণ তিনি জানেন স্বাভাবিক অবস্থায় আমাদের খাদ্য পরিকল্পনা আর রোগাক্রান্ত অবস্থার খাদ্য পরিকল্পনা ভিন্ন হয়।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

হাসান সাহেবের মাঝে মাঝে মাথা ও ঘাড় ব্যথা হয় এবং তিনি ক্লান্তিবোধ করেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার খাদ্যে লবণের পরিমাণ কমাতে বলেন।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

কোহিনুর বেগম বুকে ব্যথা ও প্রচুর ঘাম হওয়া সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তাকে এটি হৃদরোগের লক্ষণ বললেন। তিনি কোহিনুর বেগমকে একদিনের একটি খাদ্য পরিকল্পনাও তৈরি করে দিয়েছেন।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

রায়হান সাহেব ডায়াবেটিস রোগী। তিনি কোনো নিয়ম মেনে চলেন না। তিনি মিষ্টি জাতীয় খাবার বেশি খান। কিন্তু শাকসবজি, ফলমূল একদম খান না।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

সায়মার চোখ ও ত্বক হলুদ হয়ে গেছে। সেই সাথে জ্বর জ্বর ভাব রয়েছে। সে কিছু খেতে চায় না। মা ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তার রোগ শনাক্ত করে উপযুক্ত পথ্য গ্রহণের পরামর্শ দেন।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

দুই দিন যাবত নিরবের তলপেটে ব্যথা হয়। বার বার পায়খানার বেগ হয়। সারাদিনে তার ১০-১২ বার পায়খানা হয়। তার মা তার পথ্যের ব্যবস্থা করেছেন।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

রাফি শাকসবজি খেতে চায় না। সে পানিও খুব কম খায়। সে ৪/৫ দিন পর পর মলত্যাগ করে।

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

আজহার সাহেব আলসারে আক্রান্ত। তিনি কোনো নিয়ম মেনে চলেন না। ভাজা ও মসলাযুক্ত খাবার, চা-কফি অনেক বেশি পরিমাণে খেয়ে থাকেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে বললেন তিনি পাকস্থলির ক্ষয়জনিত রোগে আক্রান্ত।

Promotion