Future Tense

একাদশ- দ্বাদশ শ্রেণি - English - English Grammar & Composition | NCTB BOOK
Please, contribute to add content into Future Tense.
Content

Future Indefinite Tense

ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝাতে Future Indefinite Tense ব্যবহৃত হয়। এক্ষেত্রে ভবিষ্যৎ জ্ঞাপক শব্দ যেমন Tomorrow, next etc থাকতে পারে। উল্লেখ্য, Subordinating Conjunction যুক্ত বাক্যে একই সাথে দুটি Future Indefinite হয় না। অর্থাৎ দুটি ভবিষ্যৎ কর্ম Subordinating Conjunction দ্বারা যুক্ত হলে Conjunction যুক্ত অংশটি Present Indefinite হয়, অপর অংশে Future Indefinite বসে।

Structure: S + shall/will + V1 + ext.

 I will phone you when I get the news.

Content added || updated By

Future Continuous Tense

ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে (non-stop) এমন বোঝাতে verb এর Future continuous tense হয়।

Structure: Subject + shall/will+ be + verb + ing + extension.

I will be singing a song. We will be discussing the matter. 

She will be cooking rice. They will be helping the innocent. 
 

Content added By

Future Perfect Tense

(i) ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ শেষ হয়ে থাকবে এরূপ বোঝালে Future Perfect Tense হয়।

By 2010, 1 will have worked for this firm 15 years.

(ii) ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি আগে শেষ হয়ে থাকবে এরূপ বোঝালে সম্পন্ন হয়ে যাওয়া কাজটি Future Perfect Tense হয় এবং অন্যটি হয় Present

Indefinite.

We shall have finished the work before he comes.

Structure: S + shall/will + have + V3 + ext.

Content added || updated By

Future Perfect Continuous

ভবিষ্যতে কোনো একটি কাজ শুরু হবে কিন্তু তার পূর্ব মুহুর্ত পর্যন্ত অন্য আরেকটি কাজ চলতে থাকবে। এরূপ বোঝালে যেই কাজটি চলমান থাকবে সেটি future perfect continuous tense। আর অন্যটি future indefinite/present indefinite tense হবে।

Structure: Subject+ shall have been/ will have been + verb + ing + extension

For example:

I will have been performing the task before our boss says say something.

I will have been playing till 4 pm. 

He will have been reading this book before I give him another book.

Content added || updated By
Promotion