Riccia র শনাক্তকারী বৈশিষ্ট্য

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র | | NCTB BOOK
82
82

Riccia-র শনাক্তকারী বৈশিষ্ট্যঃ
*উদ্ভিদ দেহ গ্যামিটোফাইটিক ও থ্যালয়েড ( মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়)।

*থ্যালাস সবুজ, শায়িত, চ্যাপ্টা,  বিষমপৃষ্ঠ ও  দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট এবং প্রতি শাখার মাথায় খুঁজযুক্ত।থ্যালাসের অঙ্কীয়দেশে,  মসৃণ ও অমসৃণ রাইজয়েড এবং বহুকোষী স্কেল বা শল্ক থাকে।

*স্পোরোফাইটিক দশা সরল প্রকৃতির এবং গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল।

*অভ্যন্তরীণ টিস্যু উপরের পৃষ্ঠের দিকে দণ্ডাকার (ফাঁকে ফাঁকে বায়ু প্রকোষ্ঠযুক্ত) ফটোসিন্থেটিক অঞ্চল এবং নিচের পৃষ্ঠের দিকে অবিচ্ছিন্ন কোষের সঞ্চয়ী অঞ্চল এ বিভক্ত।

*স্ত্রীজননাঙ্গ আর্কিগোনিয়াম, পুংজননাঙ্গ অ্যাস্থেরিডিয়াম এবং স্পোরোফাইট হোমোস্পোরাস।

*আর্কিগোনিয়াম দেখতে ফ্লাস্কের মতো এবং অ্যান্থেরিডিয়ামের দেখতে নাশপাতির মতো; গোলাকার, ডিম্বাকার বা বেলনাকার।

Content added || updated By
Promotion