কোনটিতে অন্তঃপ্রাণনিক হাইড্রোজেন বন্ধন তৈরী হয় না?
হাইড্রোজেন বন্ধন কেবল পড়াশোনার একটি টপিক বললে খুবই ভুল হবে।
হাইড্রোজেন বন্ধনে গুরুত্ব কত সেটা আমাদের জন্য কল্পনাতীত।
আমরা যে পানি পান করি সেটায় H-Bond বিদ্যমান।এই H-Bond এর জন্যই পানি তরল হয়। তাই আমরা পান করতে পারি।
আমাদের বৈশিষ্ট্য রক্ষাকারী ও জীবন নিয়ন্ত্রক DNA এর বেজ সিকুয়েন্সেও রয়েছে H-Bond.
জ্বালানি হিসেবে যে ইথানল ব্যবহার করি,সেটাতেও রয়েছে H-Bond.