আইনজীবী ও বিচারালয়ের মধ্যকার যে সম্পর্ক; নিচের কোন শব্দ জোড়া সেই একই ধরনের সম্পর্ক প্রকাশ করে?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
  • FIR- First Information Report বা প্রাথমিক তথ্য বিবরণী যা এজাহার নামে পরিচিত পেনাল কোডের ১৫৫ ও ১৫৪ ধারা অনুযায়ী কোন অপরাধের বিষয়ে থানায় রিপোর্ট করাকে FIR বলে।
  • চার্জসিট - এটি একধরনের অভিযোগপত্র। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন অপরাধীর অপরাধ তদন্ত করে যদি অপরাধ সংঘটনে আসামির সংশ্লিষ্ঠতার প্রমাণ পান, তখন তদন্তকারী কর্মকর্তা যে অভিযোগপত্র তৈরি করে তাই চার্জশিট নামে।
  • PP Public Prosecutor যার মাধ্যমে সমস্ত ক্রিমিনাল মামলা কোর্টে যায়।
  • প্যারোল নির্বাহী আদেশে মুক্তি ।
  • Amicus Curiae আদালতের বন্ধু
  • ৫৪ ধারা বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেফতার করার ক্ষমতা।
  • ১৪৪ ধারা মানুষের চলাচল, আচরণ অর্থাৎ মৌলিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা ।
  • ১৫৪ ধারা ফৌজদারি কার্যবিধি ধারা।
  • ১৬৪ ধারা এই ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।
  • ১৭৩ ধারা এই ধারায় চার্জশিট দাখিল করা হয়।
  • ৪২০ ধারা বাংলাদেশ পেনাল কোডের একটি ধারা যেখানে প্রতারণার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।
Content added By
Promotion