প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ফ্রান্সের দ্বারা নির্মিত Maginot Line নিম্নলিখিত কোন দেশের সীমানার সাথে সংযুক্ত ছিল না?
ফ্রান্স ভূ-রাজনৈতিক কৌশলে থাকার অন্যতম কারন হলো এর দক্ষিণে ভূ-মধ্যসাগর এবং পশ্চিমে | আটলান্টিক মহাসাগর অবস্থিত। ১৭৮৯ সালে ফরাসী বিপ্লবের মাধ্যমে দেশটিতে প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। উল্লেখ্য যে নেপোলিয়নের (১৮০৪-১৮১৫) সময়কে বলা হয় ফ্রান্সের স্বর্ণযুগ কারণ এই সময় ইতালি, জার্মানী, এবং স্পেনসহ ইউরোপের মূল ভূ- খণ্ডের অধিকাংশ ফ্রান্সের সাম্রাজ্যভুক্ত হয়ে ছিল।
জেনে নিই