রেজা ঢাকার নামকরা 'ক' কলেজটি পরিদর্শকনকরে দেখল, এখানে সুবিশাল ভবন, মানসম্মত শিক্ষার পরিবেশ, গবেষণাগার এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষক রয়েছে। এতে করে সে অনুমান করল গ্রামের সাধারণ 'খ' কলেজে যেহেতু এই সব বিষয় আছে তাই 'ক' কলেজ বাংলাদেশের সেরা হলে-
রেজার আনুমানিক সিন্ধান্ত গ্রহণের বিষয়টির সাথে কোন শ্রেণির আরোহের মিল রয়েছে?