or
Don't have an account? Register
একটি পরীক্ষানলে (Test tube) 2-3 mL নমুনা লবণের দ্রবণের সাথে প্রথমে 1-2 mL এবং পরে অতিরিক্ত NaOH এর দ্রবণ যোগ করা হলে যে হালকা নীল বর্ণের অধঃক্ষেপ পাওয়া যায়, তা অতিরিক্ত NaOH দ্রবণের দ্রবীভূত হলে নিম্নের কোন আয়নের উপস্থিতি নিশ্চিত করে?
10.34 mg একটি জৈব যৌগ দহন করলে 20.64 mg CO2 এবং 8.66 mg H2O পাওয়া যায়। যেগৗগটির আনবিক ভর 88 হলে, যৌগটির আনবিক সংকেতটি কী হবে?
একটি কোল্ড স্টোরেজের ভেতরের তাপমাত্রা 4°C। কোল্ড স্টোরেজে রাখা একটি অগ্নিনির্বাপক সিলিন্ডারে CO2 গ্যাসের চাপ 100 kPa। কোল্ড স্টোরেজের বাইরে সিলিন্ডারটিতে CO2 গ্যাসের চাপ। 1.1045 বায়ুমণ্ডলীয় চাপ হলে কোল্ড স্টোরেজের ভেতর এবং বাইরে তাপমাত্রার তফাৎ কত?
200 mg CO2 থেকে 1021 টি অণু অপসারণ করলে কত গ্রাম অণু অবশিষ্ট থাকবে?
25°C তাপমাত্রায় একটি কঠিন বস্তুসহ কোনো গ্যাসের আয়তন 90 cm3 । তাপমাত্রা বৃদ্ধি করে 52°C করা হলে এর চাপ দ্বিগুণ হয় এবং কঠিন বস্তুসহ আয়তন 58.2 cm3 হয়। কঠিন বস্তুটির আয়তন কত ঘন সে.মি.?
AI (OH)3 এর দ্রাব্যতা-গুণফল 35°C তাপমাত্রায় 1.9 × 10-33 হলে, Al(OH)3 এর দ্রাব্যতা গ্রাম/লিটার এককে কত হবে?
সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 10 minute ধরে 0.25 ampere শক্তি সম্পন্ন বিদ্যুৎ চালনা করায় ক্যাথোডে 0.1679 g সিলভার জমা হয়। অপর একটি সিলভার নাইট্রেট দ্রবণে 50 minute ধরে 0.20 ampere শক্তি সম্পন্ন বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কী পরিমাণ সিলভার সঞ্চিত হবে?