কেলভিন বা পরম তাপমাত্রা স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 0 K বা -273.15°C কে পরম শূন্য তাপমাত্রা বলা হয় । বাস্তবে গ্যাসের আয়তন কখনই শূন্য হতে পারে না কিন্তু তাত্ত্বিকভাবে -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় বোঝায় । তাপমাত্রা 0 K হওয়ার কারণে -273°C তাপমাত্রায় কোনো গ্যাসের গতিশক্তিও শূন্য হয় ।