অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও
অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও
শিখাকে বাবা-মা অতি রক্ষণশীলতার মধ্যে লালন-পালন করেছেন। অতি শাসন শিখার ভালো লাগে না। সে কোনো কিছু স্বাধীনভাবে করতে পারে না। সব কাজেই বাবা-মার অনুমোদন প্রয়োজন হয়। কোনো বন্ধুর সাথে গল্প করা বা বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়া, সবই তার জন্য নিষেধ। সে হতাশায় ভোগে। এ সময় তার ক্লাসের এক সহপাঠী তাকে সহানুভূতি দেখিয়ে কিছু ট্যাবলেট খেতে দেয়। তারপর থেকে সে ক্রমশ নেশায় আসক্ত হয়ে পড়ে।