বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ নিয়োগ পরীক্ষার আপডেট প্রশ্ন-ব্যাংক। এই সেকশনে বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ নিয়োগ পরীক্ষার প্রায় প্রতিটি প্রশ্ন স্যাট টিম এবং ইউজাররা একাধিকবার রিভিউ করেছে ফলে প্রশ্নোত্তর সমূহ প্রায় নির্ভুল।
এছাড়া প্রায় প্রতিটি প্রশ্নেই উত্তরের স্বপক্ষে একাধিক ব্যাখ্যা যুক্ত আছে । আপডেট চলমান…
স্যাট একাডেমির সব কন্টেন্ট উন্মুক্ত হওয়ায়, আপনিও ভুল সংশোধন এবং স্ব-স্ব প্রশ্নের স্বপক্ষে ব্যাখ্যা সংযোজন এবং সম্পাদনাও করতে পারবেন।
এই প্রশ্ন-ব্যাংক আপনাকে শুধুমাত্র বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ নিয়োগ প্রশ্নের ধরণ সম্পর্কেই ধারণা দিবে না, বরং এই প্রশ্নব্যাংকের মাধ্যমে গুরুত্বপূর্ণ টপিক্স সম্পর্কেও সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন।
চলুন এক নজরে বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ প্রশ্ন-ব্যাংক এর কোর ফিচার সমূহ দেখে নিই -
প্রায় প্রটিটি প্রশ্নই নির্ভুল এবং উত্তরের স্বপক্ষে প্রাসঙ্গিক ব্যাখ্যা দেওয়া আছে।
প্রায় প্রতিটি প্রশ্নে অধ্যায় ভিত্তিক ট্যাগ যুক্ত করা হয়েছে। এছাড়া আপনিও ট্যাগ যুক্ত করতে পারবেন।
প্রতিটি প্রশ্নে একাধিক ব্যাখ্যা যুক্ত আছে। আপনিও ব্যাখ্যা সংযোজন এবং সম্পাদনা করতে পারবেন।
প্রতিটি প্রশ্ন ব্যাংকে লাইভ টেস্ট দিয়ে নিজের অবস্থান যাচাই করতে পারবেন ।
প্রশ্ন-ব্যাংক ইমেজ অথবা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।
গুরুত্বপূর্ণ প্রশ্ন বুকমার্ক করতে পারবেন (বুকমার্ক প্রশ্নসমূহ প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন)।
প্রতিটি প্রশ্নে প্রসঙ্গিক ইউটিউব ভিডিও টিউটোরিয়াল আছে। না থাকলে, আপনিও একাধিক ইউটিউব ভিডিও যুক্ত করতে পারবেন।
প্রশ্নোত্তরে ভুল থাকলে এডিট বাটনে ক্লিক করে ভুল সংশোধনে অবদান রাখতে পারবেন।
ভুল থাকলে কর্তৃপক্ষকে রিপোর্টও করতে পারবেন।
প্রতিটি প্রশ্নের উত্তরের স্বপক্ষে ব্যাখ্যা সংযোজন এবং সম্পাদনা করতে পারবেন।
বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ সহ স্যাট একাডেমির বিভিন্ন সেকশনে নিয়মিত অবদান রেখে শিক্ষাভিত্তিক দেশের সর্ববৃহৎ ওপেন প্লাটফর্মকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করার পাশাপাশি নিজ প্রোফাইলকে টপ কন্ট্রিবিউটরদের তালিকাভুক্ত করতে পারবেন ।
সর্বোপরি, ভর্তি পরীক্ষা প্রস্তুতির স্যাট একাডেমির এডমিশন অ্যাসিস্ট্যান্ট হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড।
বাংলাদেশে প্রাইম কোম্পানি আমের জুস তৈরিকারী একটি প্রধান প্রতিষ্ঠান। কোম্পানিটি বড়দের জন্য বড় সাইজে এবং ছোটদের ছোট সাইজে জুস বাজারজাত করে। তারা বিভিন্ন কালারে এবং ফ্লেভারে জুস তৈরি করে বাজারে সরবরাহ করে।
মি. জন তার কারখানায় জুতা তৈরি করে বিভিন্ন বিক্রয় কেন্দ্রের মাধ্যমে তা বিক্রি করে। ক্রেতা আকর্ষণের জন্য প্রতিষ্ঠানটি ১ বছরের ওয়ারেন্টি প্রদান করে। বিক্রয় আশানুরূপ না বাড়ায় বর্তমানে মি. জন ব্যক্তিক বিক্রয়ের সাহায্য নেওয়ার চিন্তা করছেন।
জনাব রায়হান এলাকার বিভিন্ন অঞ্চল থেকে পাট সংগ্রহ করে নির্জ প্রতিষ্ঠানে সংরক্ষণ করেন এবং খুলনার বিভিন্ন জুট মিলে সেগুলো বিক্রয় করেন। তিনি পাটের বিক্রয়মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্রয়মূল্য, পরিবহন খরচ এবং মুনাফার সমন্বয় ঘটান। বাজারে প্রতিযোগী থাকা সত্ত্বেও তিনি ব্যবসায়ে যথেষ্ট সফল হয়েছেন।
মি. আজমল বিদেশ থেকে দু'ধরনের পণ্য আমদানি করেন এবং নিজস্ব ব্র্যান্ড ব্যবহার করে দেশীয় বাজারে বিক্রয় করেন। প্রথম ধরনের পণ্য হলো-টুপি, তসবিহ ও জায়নামাজ যা ঈদের পূর্বে আমদানি করেন এবং দ্বিতীয় ধরনের পণ্য হলো-শাঁখা, সিঁদুর ও ধুতি যা দুর্গাপূজার আগে আমদানি করেন।
জামান ব্রাদার্স জুতা তৈরি করে খুচরা বিক্রয় করে। ক্রেতা আকর্ষণের জন্য প্রতিষ্ঠানটি ১ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। আশানুরূপ বিক্রয় না হওয়ায় জামান ব্রাদার্স এখন ব্যক্তিক বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
এযা এন্টারপ্রাইজ পণ্যের সমগ্র বাজারকে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ইত্যাদির ভিত্তিতে বিভক্ত করে। বাজারে অবস্থানপূর্বক প্রয়োজনীয় বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করে।
জনাব বকুল জাপান থেকে কার আমদানি করেন। তিনি ভোক্তাদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখেন যে, ঢাকা ও চট্টগ্রামে বসবাসকারীদের ক্রয়ক্ষমতা বেশি। তাই তিনি ঢাকা ও চট্টগ্রামে মোটর কারের দুইটি শো-রুম গড়ে তোলেন এবং সফলভাবে ব্যবসা করেন।