প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিয়েছিল কুমিল্লার রবিউল, মহসিন, জাকারিয়া, ফেনীর তবারক, কাঞ্চন, পরিমল আর নোয়াখালীর তাজুল, বারেক ও রেহানা। তারা পেশায় কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ গৃহিণী এবং কেউবা ছাত্র। উদ্দেশ্য একটিই নিজ দেশকে শত্রুমুক্ত করা, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা। এদের কোনো বেতন ভাতা ছিল না যুদ্ধের জন্য। তবুও এরা প্রাণ দিয়ে দেশের মর্যাদা রক্ষা করেছিল