Academy

জনাব আবদুর রহমান ঢাকার একটি কলেজের ইসলাম শিক্ষার শিক্ষক। তিনি ক্লাসে ইসলামি শিক্ষা ও সংস্কৃতি পড়াতে গিয়ে শিক্ষার্থীদের ইসলাম শিক্ষার উদ্দেশ্য বর্ণনা করতে বলেন। শিক্ষার্থীরা 'ক' ও 'খ' নামে দুইটি দলে বিভক্ত হয়ে পর্যায়ক্রমে ইসলাম শিক্ষার বিভিন্ন উদ্দেশ্য উপস্থাপন করে-

ক. দল

খ. দল

১. আল্লাহ সম্পর্কে জ্ঞানলাভ

১. আল্লাহর খিলাফত পরিচালনার যোগ্যতা অর্জন

২. আল্লাহর ওপর ইমান আনা

২. আল্লাহর দীন প্রতিষ্ঠা করা

৩. আল্লাহর ইবাদত করা

৩. দাওয়াত ও তাবলিগ

৪. আল্লাহ ও রাসুল (স) এর আনুগত্য করা

৪. পার্থিব কল্যাণ লাভ

৫. আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন।

৫. হালাল উপার্জন।

'ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক'- ব্যাখ্যা করো। (অনুধাবন)

Created: 8 months ago | Updated: 8 months ago
Updated: 8 months ago
Answer :

ইসলাম শিক্ষা আল্লাহর একত্ববাদের ওপর প্রতিষ্ঠিত হওয়ায় একে তাওহিদভিত্তিক শিক্ষা বলা হয়।

'তাওহিদ' শব্দের অর্থ একত্ববাদ। ইসলাম শিক্ষার মূলকথা হলো- لا اله الا الله অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা এবং ইবাদত ও আনুগত্যের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে মুখে স্বীকার ও অন্তরে বিশ্বাস করার নাম তাওহিদ। পৃথিবীতে যত নবি- রাসুল এসেছেন তাদের প্রত্যেকেই এই তাওহিদের দাওয়াত দিয়েছেন। তাওহিদে বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তিই মুমিন বা মুসলমান হতে পারে না। এজন্যই ইসলাম শিক্ষা তাওহিদের ওপর প্রতিষ্ঠিত।

8 months ago

ইসলাম শিক্ষা

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content
Promotion