জয়নাল সাহেব দেশের বাইরে থাকা অবস্থায় তার একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। তখন পরিবারের সদস্যরা খুশি হয়ে ব্যাপক নাচ-গানের আয়োজন করে এবং তার অনৈসলামিক একটি নাম রাখে। কিছুদিন পর জয়নাল সাহেব দেশে এসে বিষয়টি জানতে পেরে খুব অসন্তুষ্ট হন এবং পরিবারের সদস্যদের সতর্ক করে বলেন- 'তোমরা ইসলামি সংস্কৃতি বর্জন করেছ। মুসলিম সন্তানের জীবন শুরু করতে হয় ইসলামি সংস্কৃতির মাধ্যমে।'
ইসলাম শিক্ষা বিশেষ কোনো দেশ, জাতি, অঞ্চল, গোষ্ঠী বা সময়ের জন্য নির্দিষ্ট নয় বলে এটিকে সর্বজনীন বলা হয়। ইসলাম শিক্ষা পৃথিবীর সব মানুষের জন্য উন্মুক্ত। এটি কোনো নির্দিষ্ট জাতি, অঞ্চল বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। যে কেউ এ শিক্ষা অর্জন করে মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারে। আর এ কারণেই ইসলাম শিক্ষাকে সর্বজনীন বলা হয়।