শিক্ষক জনাব আনিসুর রহমান শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানকালে বলেন, তোমরা কি জান চিকিৎসাশাস্ত্রের জনক একজন মুসলিম? শিক্ষার্থীরা উত্তর দিল, না। তখন তিনি বললেন, আজ আমরা তার সম্পর্কে জানবো। চিকিৎসাবিজ্ঞানে মুসলমানদের অবদান নিয়েও আলোচনা করবো। ইবনে সিনা, আল রাজিসহ অনেক মুসলিম মনীষী চিকিৎসাশাস্ত্রে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাদের কাছে বিশ্ববাসী চিরঋণী।
দর্শনশাস্ত্রে ইমাম গাজজালি (র) গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইমাম আল গাযযালি (র) মুসলিম বিশ্বের অন্যতম চিন্তাবিদ ও শ্রেষ্ঠ সূফি দার্শনিক। তিনি ইসলামি অনুশাসনের দার্শনিক ব্যাখ্যা করেছেন। তিনি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন। ইমাম গাজজালি (র) ধর্মান্ধতার পরিবর্তে আল্লাহভীতির পুনঃপ্রবর্তন করেন। তিনি সূফিবাদকে ইসলাম ধর্মে সুপ্রতিষ্ঠিত করেছেন। পাশ্চাত্য দার্শনিকদের বহু ধারণাকে তিনি ভ্রান্ত প্রমাণিত করেছেন। ইমাম গাজজালি (র) 'ইহইয়া উল উলুম আদদীন' ও 'তুহফাতুল ফালাসিফা'সহ প্রায় দুই শতাধিক গ্রন্থ রচনা করেছেন।