জাতীয় রাজস্ব বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা সানোয়ার সাহেব চাকরিতে যোগদানের কিছুদিনের মধ্যেই নিজের সততা আর কর্মদক্ষতা দ্বারা সবার নজর কেড়েছেন। নামাজ-রোজাসহ হালাল উপার্জনের প্রতিও তার সমান গুরুত্ব। সামগ্রিক জীবন পরিচালনায় তিনি আল্লাহ ও রাসুল (স)-এর বিধান মেনে চলার চেষ্টা করেন। এ ব্যাপারে তিনি তার সহকর্মীদেরও অনুপ্রাণিত করেন। তিনি মনে করেন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি উত্তম কাজই সম্পাদন করছেন।
সানোয়ার সাহেবের অর্জিত শিক্ষা হলো- ইসলামি শিক্ষা, যার মূল উৎস কুরআন এবং হাদিস। ইসলামি নীতিমালা, অনুশাসন ও বিধি মোতাবেক মানুষের জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র এবং মানসিক শক্তি বিকাশের প্রয়াসকে ইসলামি শিক্ষা বলে। এ শিক্ষা কুরআন, সুন্নাহ, তাওহিদ ও রিসালাতভিত্তিক। এ শিক্ষায় শিক্ষিত একজন মানুষের চরিত্র আচরণ ও চিন্তাশক্তি এমনভাবে গড়ে ওঠে যে, জীবনের সকল কর্মকাণ্ডে তিনি ইসলামের আদর্শ অনুসরণ করেন, যেমনটি জনাব সানোয়ারের কর্মকাণ্ডে লক্ষ করা যায়।
জনাব সানোয়ার সামগ্রিক জীবন পরিচালনায় আল্লাহ ও রাসুল (স)-এর বিধান মেনে চলেন। কর্মরত প্রতিষ্ঠানে তিনি সততা ও দক্ষতার প্রমাণ দিয়ে সবার নজর কেড়েছেন। তাছাড়া নামাজ, রোজা, হালাল-উপার্জনের ক্ষেত্রে তিনি সচেতন। আর তার এ বৈশিষ্ট্যগুলো ইসলামি শিক্ষা থেকে উৎসারিত। কারণ এ শিক্ষা মানুষের চরিত্র, কর্মদক্ষতা এবং আচরণকে পরিশীলিত ও পরিমার্জিত করে। ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দিয়ে এ শিক্ষাব্যবস্থা মানুষের জীবনের সকল কর্মকাণ্ডে ইসলামের সুমহান আদর্শের প্রতিফলন ঘটায়। সুতরাং বলা যায়, সানোয়ার সাহেবের অর্জিত শিক্ষা অর্থাৎ ইসলাম হলো একটি আদর্শ ও নৈতিকতাসমৃদ্ধ পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা।